STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Inspirational

3  

Nityananda Banerjee

Comedy Inspirational

এতটাই বোকা

এতটাই বোকা

1 min
142

এতটাই বোকা আমি বৃষ্টিও বুঝিনি ;

জমেছিল দুই চোখে নেমেছিল ঝর্ণা ,

এতটাই বোকা আমি চেয়েও দেখিনি ;

ভিজে গেছে ছেঁড়া মন যেন মৌপর্ণা ।

এতটাই বোকা আমি চিনতেও পারিনি,

এসেছিলে দিবালোকে হাঁ করে দেখেছি,

এতটাই বোকা আমি বলেছিলে হারিনি ,

তোমার সেই ভালোবাসা শরীরে মেখেছি ।

মানুষের ভীড়ে থেকে সারকথা বুঝেছি ,

 একবারো ভাবিনি কার কি এলো গেলো,

আপনার তরে সকল সুখ স্বপন খুঁজেছি ;

কেউ তো বলেনি মোরে একবার চোখ মেলো ।

এতটাই বোকা আমি দেখেছি হরিণ শাবক ,

মা হারা ঘুরে ফেরে একলা গভীর বনে ,

বৃদ্ধা সিংহী যার দু'চোখে লেলিহান পাবক ;

মাতৃস্নেহে আগলে রাখে কি আছে তার মনে ।

হরিণ শিকারে মোর চেতনায় লাভা হাসে ;

এই তো সোনার সুযোগ তারে বধ করিবারে,

সিংহী রুখিয়া উঠে কারণ সে ভালবাসে ;

অপার বৎসল বুকে ; মারি বা কেমনে তারে।

পশুর প্রেম দেখে জাগে মানুষের লাসা ;

তূণ ছুঁড়ে বধ করি হরিণ শাবকে তাই,

জাতশত্রু ক্রোধ ভুলে পশুর এ ভালবাসা ;

এত বোকা আমি মানুষ বুকে মোর প্রেম নাই।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy