STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance Fantasy

3  

Nityananda Banerjee

Comedy Romance Fantasy

সাবান

সাবান

1 min
151

তোমার অঙ্গে বিলীন হতে

এবার আমি সাবান হব ,

গায়ের গন্ধ শুঁকতে শুঁকতে

অঙ্গে অঙ্গে জড়িয়ে রব ।


প্রেম হয় না জনসমক্ষে

একটুও তো আড়াল চাই,

সেই সাধখানা আমার পক্ষে

বাথরুম ছাড়া ভিন্ন নাই ।


ছিটকিনি দিয়ে বন্ধ কপাট

জানালা দরজা , জ্বালিয়ে আলো,

চরণ থেকে চওড়া ললাট -

চুম্বন সাধ মিটায় ভালো ।


নগ্ন শরীর মুক্ত মনে -

যুক্ত কর কলেবর মোর,

উন্মাদ হই সেই শুভক্ষণে

চিঠিতে নেইকো প্রেমের জোর ।


নিজেকে বিলিয়ে স্বচ্ছ করি ;

শুভ্র করি অবয়ব তব ,

জন্মান্তর এই কথা স্মরি -

মরলেই আবার সাবান হব ।



Rate this content
Log in

Similar bengali poem from Comedy