STORYMIRROR

Nityananda Banerjee

Comedy Romance

3  

Nityananda Banerjee

Comedy Romance

প্রেম

প্রেম

1 min
138


আমার কষ্টগুলো দু:খের বড়‌,

যাতনার বেদনার ভয়ে জড়সড় ।

প্রফুল্লতা কাকে বলে জানিনে ,

দিন নাকি রাত আগে মানিনে ।

আমার আনন্দেরা জানোয়ার যেন,

একটুতেই উদ্বেল কুতূহলী কেন !

তুমি বল হাসি কাঁদি চোখে আসে জল,

আমি বলি প্রেম তো! তাই নির্মল ।

শঙ্কার মেঘ জমে অন্তরমাঝে ,

বুকে তাই দ্রিমিদ্রিমি ডঙ্কা বাজে।

কপালে ঘামের বিন্দু বুক ধুকপুকে,

এই বুঝি ভালবাসা মরে মাথা ঠুকে । 

চোখের তারায় উঠে অগ্নিগিরি লাভা,

তুমি পাশে থাকলেই প্রেম যেন কাবা ।


Rate this content
Log in

Similar bengali poem from Comedy