STORYMIRROR

Arijit Ojha

Tragedy

2  

Arijit Ojha

Tragedy

পিছুডাক

পিছুডাক

1 min
1.2K

তখন রাত্রি ধূসর।

ক্লান্তিহীন বর্ষা, বাসা হারানো

নিশাচরদের মতই,

ভিজিয়ে দিয়েছিল আমার

মনের গভীর অন্ধকারকে।

তাই নীরব মাঝরাত,

এখন ক্লান্তিহীন সাথী।


হৃদয়ের ভাঙ্গা আটচালায়,

থরে থরে সাজানো অতীত,

অবহেলিত চিত্রনাট্যের

হলদে পাতার মতো ম্রিয়মাণ।

তবুও, হঠাৎ মনের কোণে জমে থাকা,

মিশকালো অভিমানের অন্ধকার ছিন্ন করে,

বিদ্যুৎ ঝিলিকের মতো মনে পড়ে গেছিল,

কনে-দেখা আলোয় দেখা,

তোমার প্রথম হাসি।


ফেরার পথ হারিয়ে গেছে কবেই!

ঠিকানা হারানো ভালোবাসা, 

খুঁজে নিয়েছে, সত্যিকারের ভালোবাসা।

তবুও ভাঙা চাকার সেই স্বপ্নের গাড়ি,

দাড়িয়ে আজও,খুঁজতে চেয়ে তোমায়,

সেই সময়ের প্রতীক্ষালয়ে।


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy