STORYMIRROR

Manik Goswami

Romance Tragedy

3  

Manik Goswami

Romance Tragedy

অপ্রকাশিত বেদনা

অপ্রকাশিত বেদনা

1 min
199


রূপকথার এক কাহিনীর মতো প্রেম এলো নিভৃতে,

হঠাৎ ঝড়ের দাপটে সে হারিয়ে গেলো শেষ রাতে।

ভালোবাসার মলম প্রলেপ অক্ষম হলো বুকের ক্ষতে,

ভেসে গেলো সেই পুরাতন প্রেম মহামারীর খর স্রোতে।

চোখের সামনে আঁধার ঘেরা বিশাল কালো গহ্বরে,

আমার প্রেমের আত্মাহুতি হঠাৎ হলো অন্ধকারে।

দিনের পর পার হলো দিন,মাসের পরে মাস,

তোমার আমার দেখা হওয়ার কাটলো বারো মাস।

তুমি রইলে ছবির ফ্রেমে, আমি একা এই ঘরে,

অতিমারীর ঘনঘটায় প্রেম হারালো দূরে।

স্বাধীনতা প্রচুর ছিল, মুক্ত জীবন ধারা,

পরিজন সব ঠাট্টা করে ডাকতো ছন্নছাড়া।

নিজের মাঝে অনুভূতির অমিল খুঁজে নিয়ে,

উড়ে বেড়াতাম বিহঙ্গ সময় শূন্য পথে গিয়ে।

তোমায় ছাড়া খুঁজে পাই না বেঁচে থাকার মানে,

ব্যর্থ জীবন মূল্য বিহীন ভালোবাসার নির্জনে।

আর কতকাল মানতে হবে বিরহের এই জ্বালা,

শেষ বাঁশিতে সাঙ্গ হউক ছবির প্রেমের খেলা।


Rate this content
Log in

Similar bengali poem from Romance