অনাদৃত মেঘমল্লার
অনাদৃত মেঘমল্লার


তোমার চোখে জমলে মেঘ,
এখন আর কোনও অনুভূতি হয় না জানো....
কত কালো মেঘকেই তো দেখলাম,
সূর্যের ঠিকানায় দিব্যি ডানা মেলে উড়ে যেতে...
একবারও কি ভেবেছিল,অপেক্ষারত বাতাসের
কথা?...
যে একটা সুযোগ চেয়েছিল তোমার চোখের মেঘ
সরিয়ে দেবার?...
চেয়েছিল সমস্ত মেঘ গলিয়ে দিয়ে মেঘমল্লার
ছন্দে মেতে উঠতে...
কিন্তু তোমার মনে তখন বাজছে ইমনের তান।
তাই মেঘমল্লার রয়ে গেল অনাদৃত হয়ে...
তিলে তিলে জমানো তার সমস্ত সুর,তান,ছন্দকে
নিমেষেই মূল্যহীন করে দিলে তোমার অবহেলার
দৃষ্টি দিয়ে...
তাই আমিও বিসর্জন দিয়েছি সব অনুভূতিকে।
মনকে সান্ত্বনা দিয়েছি এই বলে যে,
সব মেঘই কি বৃষ্টি হয়ে ঝড়ে?
তেমনই সব অনুভূতির সরলরেখাও মিলিত হয়
না।
কিছু সরলরেখা সমান্তরালে চলে....