That's How It Is
That's How It Is
"তুমি কোথায় ছিলে সেটা আমি খুব ভালো করে জানি..! You were with that bitch Suranjan..! Enough is enough..! I'm no longer taking this shit...!! "....চিৎকার করে ওঠে তানি, সাথেই বন্ধ দরজার ভেতর থেকে ভেসে আসে কাঁচ জাতীয় কিছু ভাঙার ঝনঝন শব্দ...
"You're free to go with anyone you want, এছাড়াও সারাদিন বাড়িতে burden হয়ে পড়ে থাকা আর সময় নষ্ট করে absurd জিনিসপত্র লেখা ছাড়া আর কি করো তুমি..? কি করতে পারো..!? You're a hopeless, worthless, cold dead body..! And after all that nonsense, তুমি যে এই luxurious lifeটা lead করতে পারছো, এই আমার জন্য you should owe me for that..!! আজ Mr. Das এর party টা important, আমার business এর জন্য তোমাকে নিয়ে সেখানে যাওয়াটা important নাহলে I'd be the last person to be with you..! আর জানোই যখন then better try to get used to it..! you know you belong to a complete shatter...!", সুরঞ্জনও ভারী গলায় চাপা গর্জে ওঠে...
" What do you belong to...!? To a borderline disorder Suranjan...! You're a misogamist...! Why did you marry me..?! To ruin me..! Ruin my life..! Why..! What I............. ", মায়ের কথাগুলো আর কানে ঢোকে না সতেরো বছর বয়সী এধা-র, কারণ বাবা মায়ের bedroom এর বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কানে headphone টা গুঁজে সে রাগে পা বাড়িয়েছে নিজের ঘরের দিকে....
তার দু কানে তখন গমগম করে বাজছে Sasha, Older.... অথচ দু চোখে চিকচিক করছে চাপা ক্ষোভ....
***
বাবা, মায়ের সাথে এধাও party তে এসেছে...
আর party তে ঢোকা মাত্র ও দেখে, ওকে ছেড়ে ওর বাবা, মা দুজনই নিজেদের মতো করে ব্যস্ত হয়ে পড়েছে.. ওর বাবা ওই তো ওদিকে Mr Das এর সাথে..
আর মা, হ্যা ওই bouffant lady টার সাথে, সেও নাকি ওর মা তানির মতোই লেখালেখি করে.. শুনেছে এধা, মায়ের সাথে ওনার নাকি বেশ ভালো সম্পর্ক.......
এধা আর দাঁড়িয়ে না থেকে নিজের মতো সঙ্গী খোঁজে, পেয়েও যায়, কিছুক্ষণের মধ্যেই হাসি গল্পে মেতে ওঠে...
তবে ওখানে দাঁড়িয়েই মাঝে মাঝে খেয়াল করে ও, ওর মা কে.. কি সুন্দর দেখাচ্ছে মাকে, আচ্ছা, মা কি magic জানে না secretly Black magic practice করে......? কি করে নিজেকে এতো তাড়াতাড়ি আমূল বদলে ফেলতে পারে, একটা মানুষ কি জানি...? বড়োরা হয়তো এরকমই হয়.............
ততক্ষণে গল্পে মেতে উঠেছে তানি আর সেই bouffant lady, Mrs Halder.. তিনি পানীয় হাতে হেসে বলে ওঠেন, "Uh.. Interesting topic Tani.. But one thing I have noticed in your writing, abundance of sex.. I've heard people are inclined to things, have craving towards things usually what they don't have..."... তীর্যক হাসি আর কটাক্ষটা এসে লাগে তানির গায়ে....
ও ভ্রু টান করে প্রত্যুত্তর দেয়," Or perhaps, they are swamped with the things so much that can't get over it..?and simply that reflects everywhere.. By the way, what else incites you, if you are still incitable...", এবার ধারালো রেখা ফুটে ওঠে তানির ঠোঁটের কোণে.....
আর ঠিক তখনই ওর সামনে আকস্মিক ভাবে এসে দাঁড়ায় সুরঞ্জন.." Mr Das is calling you over there.. Can you please... ", তানি একবার Mrs Halder এর দিকে তাকিয়ে হেসে নিজেকে ওনার থেকে আড়াল করে সুরঞ্জনের কাছে এক পা এগিয়ে খুব নীচু স্বরে বলে ওঠে," Don't create scene here, I told you I'd not be going anywhere with you, except this party..!"......
নীরব প্রত্যুত্তরে রোষানলে দগ্ধ সুরঞ্জন তানির হাত চেপে ধরে, Mrs Halder ভ্রু তুলে ব্যাপারটা লক্ষ্য করে মনে মনে হাসেন...
ততক্ষণে একেবারে অপ্রত্যাশিত ভাবে সামনে এসে দাঁড়িয়েছে এধা..উত্তেজিত, প্রতিবাদী.. "Dad, you..! leave my mom..!".... ওর উঁচু গলা শুনে এদিকে ফিরে তাকিয়েছে অনেকেই, সবারই চোখে তামাশা দেওয়ার উদগ্র কৌতুহল চকচক করছে.....
তানি সাথে সাথে অপ্রত্যাশিত এই কাণ্ড দেখে বিস্মিত, ভীষণ অপ্রস্তুত হয়ে একবার সুরঞ্জনের অবাক হওয়া মুখের দিকে তাকায়...
তারপর Mrs Halder এর দিকে বিব্রত তাকিয়ে জোর করে তাপ্তি দেওয়া হেসে বলে ওঠে, "Everything's fine.. We are going to have some private time.. Y..."....
এধা সাথে সাথে উত্তেজিত হয়ে বাধা দিয়ে ওঠে, "Mom..! You don't need to put up with this man anymore..! And this is the place, there is Mrs Ganguly, yes social worker, she'll help us mom...! You can tell her how dad was with another woman a...!", সাথে সাথে একটা নিদারুণ চড় পড়ে ওর গালে, থমকে যায় এধা, হতভম্ব তাকায় মায়ের দিকে..........
Mrs Halder ভ্রু টান করে ঠোঁটের কোণে সরু রেখা টেনে স্রেফ চলে যান সেখান থেকে, বাকিরাও ততক্ষণে এই নিয়ে চাপা হাসি, চাপা গুঞ্জন শুরু করেছে নিজেদের মধ্যে.....
তানির কান লাল হয়ে উঠেছে, কাঁপছে ও রাগে... ওভাবেই সুরঞ্জনের হাত চেপে ধরে শাসিয়ে ওঠে ও মেয়েকে," We are absolutely happy together..! And we both think you need a counselling..!!", তারপর ওকে পাশ কাটিয়ে তানি সুরঞ্জনকে নিয়ে হাসিমুখে এগিয়ে যায় Mr Das এর দিকে, সুরঞ্জনকেও আবার বেশ স্বাভাবিক, খুশি দেখায়...
কেবল এধা একা দাঁড়িয়ে আহত তাকিয়ে থাকে ওর মা, বাবার দিকে.. চোখ জ্বালা করে উঠলে, ও দ্রুত আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেদের sympathetic, তীর্যক নজর বাঁচিয়ে চলে যায় ওদিকে... মনে মনে বলে ওঠে, "....বড়োরা হয়তো এরকমই হয়.........!".......
ওদিকে গিয়ে হাতে drink টা তুলে নিতেই হঠাৎ ও কাঁধে উষ্ণ স্পর্শ পেয়ে ফিরে তাকায়.. Mrs Ganguly, হ্যা ইনিই social worker.. দেখে বোঝা যায় ভীষণ সহানুভূতিশীল হয়ে পড়েছেন মহিলা এধার প্রতি, "Are you fine...? You were telling me that your parents..."...
"Are fine, in fact amazing..!", সময় নেয় না এধা, খুব তাড়াতাড়ি সবটা চেপে সুন্দর হাসে ও, কুঁচকে ওঠে Mrs Gangulyর, দু চোখে সন্দিগ্ধ বিস্ময় খেলা করে.....
"See you around..", মুখের grinটা বজায় রেখে কথাটা বলেই চলে যায় সেখান থেকে এধা....
Mrs Ganguly বিড়বিড় করে ওঠে, "What a tortured soul...! হয়তো এরকম familyর বাচ্চারা এরকমই হয়... এরকমই হয়..."...........
আর ঠিক তখনই Mrs Gangulyর ফোনটা বেজে ওঠে, উনি সেটা receive করে খানিকটা আড়ালে গিয়ে চাপা স্বরে বলে ওঠেন, "Hello, Arindam.. হ্যা, কতদূর এগোতে পারলে..? যাই করো জেনে রাখো, ওই Park Street এর বাড়ির, ওই সম্পত্তির এক বিন্দুও আমার দু ভাইকে নিতে দেবো না আমি.. They all are null, so black sheeps of our family..! I'm the only deserving and worthy ward of our parents.. I deserve the property, I'll have it all..!".....
"Mrs Ganguly...! ", ডাকটা শুনেই Mrs Ganguly তৎপর হয়ে ওঠে," আচ্ছা শোনা পরে কথা বলছি, এখন একটু ব্যস্ত আছি, হম.. ", ফোনটা রেখেই উনি এদিকে এগিয়ে আসেন, হাসিটা জ্বলজ্বল করছে ওনার মুখে... "Mrs Dutta.. বলুন কি খবর...?"..
Mrs Dutta ততক্ষণে এগিয়ে এসেছেন ওনার থেকে বয়সে ছোট আরও এক মহিলাকে সঙ্গে নিয়ে.. তবে Mrs Duttaর মুখে হাসি ফোটে না, উদ্বিগ্ন হয়ে বলে ওঠেন, " ওই যে বলেছিলাম আপনাকে.. আমার cousin brothers রা মিলে আমার মাকে দিয়ে জোর করে বাড়িটা লিখিয়ে নিতে চায়.. মা অসুস্থ আর আমি একটাই মেয়ে, আসলে আমার husband ও চায় না এখনই আমি court এর হাঙ্গামায় জড়িয়ে পড়ি.. তাই আসলে আপনার সাহায্য চাইছিলাম মানে..."....
"Of course..! Next month আমার Delhi তে একটা conference আছে, ok let me just do one thing, ওখান থেকে এসে সরাসরি আমি আপনাকে আমার office এ ডেকে নেবো... নিশ্চিন্ত থাকুন আমি থাকতে আপনার জমি illegally কেউ কেড়ে নিতে পারবে না.. হমম..?", শান্ত হেসে আশ্বাস দিলে আশ্বস্ত হয় Mrs Dutta...
তিনি মাথা নেড়ে সৌজন্যের মৃদু হাসি ফিরিয়ে দিলে চলে যায় Mrs Ganguly.......
Mrs Dutta সাথে সাথে মুখ বেকায়.." ন্যাকামো..! যেন আর আমরা জানি না..! দিল্লীতে conference না ছাই..! ওখানে ওই একমাত্র ছেলের কাছে যায়, ছেলের বউয়ের মুখ ঝামটা খেতে... সম্পর্ক রাখে না তো ছেলে, বরও তো সেই কবেই মরে গেছে.. সংসার নেই তো বুঝিস না, কি নিয়ে থাকবে, তাই এইসব করে বেড়ায়.. ঢং...! হয়তো এরা এরকমই হয়, জানিস........"...
ততক্ষণে ওর সাথে আসা মহিলা হাতের mobile এ type করতে করতে বাঁকা হেসে বলে ওঠে," সে না হয় বুঝলাম, কিন্তু তোমার husband কেনো তোমাকে court এর হাঙ্গামায় জড়াতে দিতে চায় না রেবা দি..? তোমার খুব খেয়াল রাখে তাই না..?"....
Mrs Dutta হঠাৎ একটু জোরেই হেসে ওঠে.." হ্যা.. ওই আর কি...! এই পায়েল, তুই লাউয়ের পায়েসের recipe টা চেয়েছিলি না..? ও তো আমার হাতে এই পদটা দারুণ ভালোবাসে..... ".... বিস্তারিত যখন লাউয়ের পায়েসের recipe টা গড়গড় করে বলে চলেছে রেবা দত্ত, ততক্ষণে পায়েল mobile এ type করে send করে দিয়েছে.......
"আজ রাতে on থাকিস, আমি আজ party থেকে সোজা নিজের বাড়ি যাবো, তাই চাপ নেই.. party তে যে কি রগড় চলছে সব বলবো...! আরে এই রেবা.. বলেছিলাম না তোকে ওই গায়ে পড়া মালটা, ওর ব্যাপারে সব.. ওর husband ওর বাপের বাড়ির দায়িত্ব নিতে চায় না বুঝলি..? আসলে ওই পুরো expenses টা bear করতে চায় না.. কেউই পাত্তা দেয় না, তবু শুধু বড় বড় গালগল্প ..! Poor homemaker... এরা just এরকমই হয়....... "...........
⚫সমাপ্ত⚫
