STORYMIRROR

Sayani Saga

Drama Action Inspirational

3  

Sayani Saga

Drama Action Inspirational

The Instincts

The Instincts

1 min
4







লাজপুর ছোট গ্রাম.... আমির তার কুড়েঘরে বিবি আর এক ছেলে নিয়ে থাকে..রাতে নেশা করে এসে বাড়ি ফিরে ছেলে বউকে মারধর করা আমিরের নিত্য নৈমিত্তিক কাজ...


এক রাতে ছেলে ইসমাইল রুখে দাঁড়ায় আব্বুর বিরুদ্ধে..... গ্রামবাসীরা উত্তেজিত হয়ে বেরিয়ে এসে দাড়ায় এক রত্তি ছেলে, ইসমাইলের পাশে, গ্রামবাসীদের চোখ জ্বলে ওঠে.....মশাল হাতে গর্জে ওঠে তারা, "চলে যাও আমির! আর অসহায় মেয়েমানুষ আর এই বাচ্চাটার ওপর তোমার অত্যাচার সহ্য করবো না আমরা!"...ভয়ে গ্রামছাড়া হয় আমির.....


এরপর কেটে গেছে পঁচিশ বছর, এখন আমির সত্তরের বৃদ্ধ...
আর ইসমাইল পয়ত্রিশ বছরের জোয়ান.....
হঠাৎই শিকরের টানে বাড়িতে ফিরে আসে বৃদ্ধ আমির, কিন্তু ঢুকতে দেয় না ইসমাইল....কারণ তার আম্মু আর সে ভোলেনি কিছুই, ভয়ঙ্কর অত্যাচারগুলো এখনও স্মৃতিতে তাজা....


হঠাৎ রাতে কড়া নাড়ার শব্দ হতে ঘর থেকে বেরিয়ে আসে ইসমাইল... দেখে সামনের বিরাট উন্মুক্ত প্রাঙ্গনে দাঁড়িয়ে আব্বু, পাশে দাঁড়িয়ে সেই গ্রামবাসীরাই..... হাতে মশাল, চোখ জ্বলছে....
গর্জে উঠেছে তারা, "আমিরকে আশ্রয় দাও ইসমাইল...! অসহায় বৃদ্ধের ওপর এই অন্যায় আমরা সহ্য করবো না....!".....আবার একসাথে থাকার আতঙ্কে শিউরে ওঠে ইসমাইলের আম্মু.... অসহায় দাঁড়িয়ে থাকে ইসমাইল.....


সমাপ্ত



Rate this content
Log in

Similar bengali story from Drama