Muffin's Dreams Came True!
Muffin's Dreams Came True!
বেশ ক'দিন ধরেই মাফিন-এর মন খারাপ...হবে নাই বা কেন..? স্কুলে ফার্স্ট টার্মিনালের রেজাল্ট বেরিয়েছে...এবার মাফিনের র্যাঙ্ক থার্ড থেকে পিছিয়ে গিয়ে এক্কেবারে সেভেনথ্ হয়ে গেছে, প্রথম পাঁচেও নেই.. মাম্মাম তো রেগে ফায়ার.... বাপিও কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছে....
বিরিয়ানি খেতে খুব ভালোবাসে মাফিন... মাম্মাম বলেছিলো, ফার্স্ট পজিশন পেলে আরসালানে নিয়ে গিয়ে বিরিয়ানি খাইয়ে আনবে.... কিন্তু সব একদম ধুলোয় মিশে গেলো!.. মাফিনের পেছনে যারা ছিলো তারাও এবার মাফিনের থেকে ভালো রেজাল্ট করেছে, মাফিনকে ছাড়িয়ে অনেকটা এগিয়ে গেছে... তাই মাম্মাম আর বাপি মিলে এবার মাফিনকে ফার্স্ট পজিশন পাওয়ানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছে, আর তাতেই ছোট্ট মাফিনের ওষ্ঠাগত প্রাণ, আর কি!.....
এইতো আজ রবিবার, সকালেই মাম্মাম, বাপি দুজনেই মাফিনের ছোটপিপির বাড়ি গেছে,কি একটা দরকারে যেন.. কিন্তু মাফিনকে সঙ্গে নিয়ে যায়নি....
উল্টে ওকে ম্যাথ্স্ এর কতগুলো ওয়ার্ড প্রবলেম দিয়ে গেছে.... আবার সঙ্গে এটাও বলে গেছে যে ওরা ফেরার আগেই যেন মাফিন এই সবকটা টাস্ক কমপ্লিট করে রাখে... তার ওপর আবার বাপি "your desire" বলে একটা প্যারাগ্রাফ্ ও লিখতে বলে গেছে.... মাফিন গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে ভাবে, "উফ! নিয়ে তো গেলোই না তার ওপর আবার এত টাস্ক....!"......
এখন বাড়িতে ওকে দেখবার জন্য আছেন বলতে গেলে ওর ঠামু... তিনি বয়স্ক মানুষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে টিভির সামনে বসে গেছেন.... পর পর সব সিরিয়াল দেখে যাবেন,মাফিন ডাকলেও কান দেবেন না.... ঠামুর জন্যই মাফিনের পর পর সিরিয়ালের সব নাম মুখস্ত, কিন্তু দেখতে ভালো লাগে না.....
মাফিন জানলা দিয়ে বাইরে তাকায়... দেখে আকাশে মেঘ করেছে.... ওর বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, তাই গুটি গুটি পায়ে বারান্দায় গ্রিলের সামনে এসে দাঁড়ায়..... দেখে, আকাশে কতো উচুতে কি একটা পাখি যেন উড়ে যাচ্ছে... না, একটা না, পেছনে আরেকটা.. দুটো পাখি... ও ভাবে, "মাম্মাম থাকলে নাম জিজ্ঞেস করতাম,গ্রে কালারের কি পাখি ওগুলো, কি সুন্দর আকাশে কতো ওপরে ডানা মেলে উড়ছে....উড়ে কোথায় যায়...."....
খানিক পরে চোখ নামিয়ে সামান্য ঝোড়ো হওয়ায় আশেপাশের দুলতে থাকা গাছ গুলোকে দেখে মাফিন,মনে মনে বলে, "কি সুন্দর লাগছে, ঠিক রিদ্ধির ড্রয়িং বুকের ছবিটার মতো"....
হঠাৎ চোখে পড়ে গ্রিল বেয়ে নাম না জানা লতানো গাছটায় উপরের দিকে ফুল ফুটেছে আজকে,কি সুন্দর পিঙ্ক ফ্লাওয়ার... দেখেই খুশিতে হেসে ফেলে মাফিন.... পায়ের পাতায় ভর দিয়ে গোড়ালি যতোটা পারে ওপরে তুলে ফুলটাকে ধরার চেষ্টা করে, কিন্তু নাগাল পায় না....মনে মনে ভাবে," মাম্মাম আসলে পেড়ে দিতে বলবো... না বলবো না থাক, নাহলে মাম্মাম আবার সেদিনের মতো বকবে... বলবে, মাফিন don't pluck flowers! ...ডোরেমন থাকলে ভালো হতো,ওকেই বলতাম পেড়ে দিতে, আর নাহলে ওর থেকে লম্বা হওয়ার গ্যাজেট নিয়ে আমিই পেড়ে নিতাম... আচ্ছা ডোরেমন শুধু নবিতার বাড়িতেই থাকে কেনো?..."... ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে মাফিন....
মাফিন দেখে, শুধু হাওয়াই দিচ্ছে, কই বৃষ্টি তো হচ্ছে না... আবার গুটি গুটি পায়ে ঘরে ফিরে আসে মাফিন.....
ঘরে ফিরে এসে ভাবে, আগে" your desire "টা লিখে তারপর অঙ্কগুলো করবে.... কিন্তু " your desire"-এ কি যে লিখবে তাতো কিছু ভেবেই উঠতে পারছে না মাফিন... একবার ভাবলো, আচ্ছা ওই গ্রে বার্ডটা হলে কেমন হয়....? কি সুন্দর ডানা মেলে আকাশে কতো উপরে উড়তে পারবে, যেখানে খুশি সেখানে যেতে পারবে.... কিন্তু আবার ভাবলো না, তাহলে তো মুড়ি, ছোলা, বিস্কুট খেয়ে থাকতে হবে, বিরিয়ানি আর খেতে পারবে না.... আইসক্রিম,পেস্ট্রী,পাস্তা, নুডলস্ এসব ভালো ভালো জিনিস কিছুই তো আর খেতে পারবে না....
মাফিনের টাইগারও খুব ভালো লাগে, কি সুন্দর দেখতে!ইয়াল্লো এ্যন্ড ব্ল্যাক কালার... ভাবলো, সবাই টাইগারকে ভয় পায়, ভালোই হবে... বুকে, টিভিতে তারপর বাবার সাথে zoo তে গিয়েও কতবার দেখেছে..... ভাবতেই মনটা খারাপ হয়ে যায় মাফিনের... ভাবে, না তাহলে তো বনে বনে থাকতে হবে আর নাহলে cage এ থাকতে হবে... মোবাইলে গেমও খেলা যাবে না... টিভিতে ডোরেমন, শিনচ্যান দেখতে পারবে না.... মাছ হলেও তো শুধু জলেই ঘুরে বেড়াতে হবে... শেষে ভাবলো, "ধুর না.. এগুলো কিছুই হবো না, একটাও ভালো না! মমমমম আচ্ছা, আমি যদি লিলিপুট হয়ে যাই... তাহলে কেমন হয়!"....
হাতের পেন্সিলটা রেখে বিছানায় হেলান দিয়ে বসে মাফিন চোখ বুজে ভাবতে লাগলো, যে সত্যিই লিলিপুট হলে ওর সাথে কি কি হতে পারে..... এরকম একটা আইডিয়া আসা মাত্র মাফিনের মনটা আনন্দে ভরে গেলো...!
ভাবলো," কি মজাটাই না হবে...!.. মাম্মাম কে ফাঁকি দিয়ে পালিয়ে যাবো, লুকিয়ে পড়লে মাম্মাম খুঁজেই পাবে না.... খুঁজে না পেলে পড়তে বসতেও বলবে না... ঠামু সিরিয়াল দেখার সময় চুপি চুপি রিমোট টিপে চ্যানেল পাল্টে দিয়ে দৌড়ে চলে যাবো, ঠামু রেগে গিয়ে কাকে বকবে, আমাকে তো দেখতেই পাবে না.... বাপি তো ফোন দিতেই চায় না, শুধু বলে ফোন নষ্ট হয়ে যাবে মাফিন, বেশিক্ষণ খেলবে না.... কিন্তু লিলিপুট হলে আমি ফোন নিয়ে ছাদে চলে যাবো, ইচ্ছে মতো temple run আর candy crush খেলবো, বাপি ফোনও খুঁজে পাবে না, আমাকেও দেখতে পাবে না.... কিন্তু আমি সবই করতে পারবো ইচ্ছে মতো! ...".....চোখ বুজে আপন মনে এসব ভাবতে ভাবতে খুশিতে হেসে ওঠে মাফিন....
কিন্তু হঠাৎ চোখ খুলেই দেখে সামনে দাঁড়িয়ে আছে ইয়া বড়ো সাদা গোঁফ, দাড়িওয়ালা এক মঙ্ক, গুরুদেব..... ঠিক fairytale এ যেরকম দেখেছে সেরকম... টিভিতে, বইতে তো দেখেছে মাফিন অনেকবার কিন্তু কখনো সত্যিকারের দেখেনি... মাফিনের মনে পড়লো বাপিই বলেছিলো, "মাফিন, they are monks, গুরুদেব.."...
মাফিনের দিকে তাকিয়ে হেসে গুরুদেব জিজ্ঞেস করেন," কি রে?! তোর লিলিপুটের মতো ছোট হয়ে যেতে ইচ্ছে করছে? "...
মাফিন তাড়াতাড়ি সোজা হয়ে বসে চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, "তুমি কি করে জানলে?"...
"আমি মনের কথা জানতে পারি, বুঝলি!".... গুরুদেবের কথা শুনে ওমনি মাফিন বায়না ধরলো ওকে লিলিপুট করে দেওয়ার জন্য.....
গুরুদেব বললেন, "বেশ, তোর মনের ইচ্ছে পূরণ হোক.. "... বলেই গুরুদেব কতগুলো মন্ত্র পড়লেন, আর সঙ্গে সঙ্গে মাফিন হয়ে গেলো ছোট্ট, একটা আঙুলের মতো.... মাফিন দেখলো ওর হাত, পা সবই ঠিক আছে...শুধু সবই ভীষণ ছোট হয়ে গেছে...
ও দেওয়ালের দিকে তাকিয়ে দেখলো টিকটিকি গুলোকে বড় কুমিরের মতো লাগছে... বালিশ গুলোকে লাগছে বিশাল বিশাল ঢিপির মতো.... হঠাৎ বাইরে তাকিয়ে মাফিন দেখে, বৃষ্টি শুরু হয়েছে... মাম্মাম ওকে কিছুতেই বৃষ্টিতে ভিজতে দেয় না, কিন্তু আজ ইচ্ছে মতো বৃষ্টিতে ভিজবে ও, ভেবেই খুশিতে লাফিয়ে উঠলো মাফিন, আর ওকে পায় কে....! তাড়াতাড়ি বারান্দার গ্রিল দিয়ে গলে বাইরে বেরিয়ে গেলো মাফিন.... দু হাত ছড়িয়ে লাফিয়ে ঝাপিয়ে বৃষ্টিতে ভিজছে ও..মনে মনে ভাবলো, "উফ কি মজা....!..কেউ বকুনি দেওয়ার নেই, আটকানোর নেই.."... হঠাৎ দেখে খুব স্পিডে ওর সামনে এগিয়ে আসছে বড় কালো মতো কী একটা জন্তু... তার কতগুলো পা, ভয় পেয়ে তাড়াতাড়ি সরে গেলো মাফিন... ভালো করে দেখে, ওটা একটা পিঁপড়ে.. বুঝতে পেরে ফিক করে হেসে ফেললো ও...
এই সময় মাফিনের হঠাৎ মনে পড়লো, "এই যাহ্.... গুরুদেবের থেকে তো বড় হওয়ার মন্ত্রটা শেখা হলো না!.. "... তারপর আবার ভাবলো," ধুর বড় হওয়া মানেই তো আবার সেই এক্সামস্, আর পড়া, আর মাম্মাম, বাপির বকুনি শোনা... এটা করো না, ওটা ধরো না, উফ! ভালো লাগে না... না বাবা তার চাইতে এই ভালো..."..... এই ভেবে মনের আনন্দে লাফাতে লাফাতে কিছুটা এগিয়ে গিয়ে মাফিন দেখলো বেলুন, কতো কালারফুল লাইট দিয়ে সাজানো একটা বাড়ি, বড় বড় করে গেটে লেখা 'বার্থডে পার্টি'....
মাফিনের আনন্দ আর ধরে না, ও গিয়ে ঢুকলো সেখানে... কেউ দেখতেও পেলো না.... এর ওর পায়ের ফাঁক দিয়ে সব ঘুরে ঘুরে দেখতে লাগলো মাফিন.. ও দেখলো মোটা মোটা লোকগুলোকে বিশাল বিশাল পাহাড় বলে মনে হচ্ছে, আর রোগা লোকগুলোকে মনে হচ্ছে লম্বা লম্বা তালগাছ... এরকম মনে হওয়াতে বেশ একচোট হেসে নিলো মাফিন....
এভাবেই ঘুরতে ঘুরতে মাফিন পৌঁছলো রান্নাঘরে.... দেখলো, বিশাল এক কড়ায় পায়েস রাখা আছে... পাশের এক বড় ডেচকিতে মাংস, আর তার পাশেরটায় চাটনি..... এসবই তো খুব ভালোবাসে মাফিন....!
তাই কড়ার গায়ে রাখা হাতটাকে মই করে বেয়ে বেয়ে দিব্যি উঠে গেলো মাফিন, কিন্তু টাল সামলাতে না পেরে সোজা গিয়ে পড়লো পায়েসের মধ্যে.... ওর মনে হলো, পায়েসের পুকুরে এসে পড়েছে.... ডুবে ডুবে মজা করে বেশ কিছুক্ষন পায়েস খেলো সে, তারপর আবার হাতা বেয়ে কড়ার কিনারে গিয়ে এক বিশাল লাফ দিয়ে পড়লো পাশের মাংসের ডেচকিতে.... মাংসের মধ্যে এসে পড়ে ওর মনে হলো, কি ঝাঝালো গন্ধ... গন্ধে কাশি এসে গেলো মাফিনের... কাশি থামলে ঝোলে ডুবে মাংস খেতে লাগলো মাফিন... কিন্তু কি ঝাল! ঝোলে ডুবে থেকে সারা গায়েও জ্বালা করছে.... চোখ, নাক থেকে জল বেরোচ্ছে...! হাঁচি, কাশি হয়ে একসা অবস্থা..! মাফিন আর কি করে, তাড়াতাড়ি লাফ ঝাপ দিয়ে আবার হাতা বেয়ে নেমে দৌড়ে গেলো বাথরুমে স্নান করতে....
বাথরুমে এসে বালতিগুলোকে দেখে ওর মনে হলো এক একটা বিশাল উচু উচু ড্রাম... ও লাফ দিয়ে সামনে রাখা একটা মগের হাতলে উঠলো, তারপর সেই হাতল ধরে বেয়ে বেয়ে ওপরে ওঠার সময় জলে বারবার পিছলে যাচ্ছিলো ওর পা... কিন্তু ও দু হাতে শক্ত করে হাতলটা চেপে ধরে আস্তে আস্তে উঠে গেলো, কিনারে পৌঁছেই ঝুপুস করে লাফিয়ে পড়লো মগের জলে...
জলে ভর্তি নীল মগটাকে ওর মনে হলো বিরাট নীলরঙা স্বচ্ছ সুইমিং পুল, সেখানে ঠান্ডা জলে ডুবে ডুবে অনেকক্ষণ মনের আনন্দে স্নান করলো মাফিন... ও দেখলো, জ্বালাটাও কমে গেছে, ভালোও লাগছে খুব... মাছের মতো উল্টে পাল্টে বেশ কিছুক্ষন সাঁতার কাটলো মাফিন, তারপর বাইরে বেরিয়ে এসে ও একটা মহিলার শাড়ির আচল ধরে ঝুলে দোল খেতে লাগলো....আনন্দের সীমা নেই মাফিনের, মহিলাটি সিড়ি দিয়ে দোতলায় উঠছে, আর মাফিনও হাসতে হাসতে মহানন্দে দোল খাচ্ছে...
হঠাৎ ও তাকিয়ে সামনে দেখে একটা চকলেট কেক ভর্তি ট্রে রাখা... ওমনি তা দেখেই শাড়ি থেকে নিচে ফ্লোরে লাফিয়ে পড়লো মাফিন... দৌড়ে গিয়ে ট্রে বেয়ে উঠে আরাম করে বসে চকলেট কেক, আর ক্রীম খেতে লাগলো.... কিন্তু হঠাৎ মাফিন দেখলো একটা আঙ্কেল এসে ট্রে টাকে হাতে তুলে নিলো, ব্যাস্ মাফিন পড়লো মহাবিপদে.... এখন কি করে সেখান থেকে নামবে....?!
লোকটি যখন সিড়ি দিয়ে নামছিলো মাফিন উঠে দাঁড়াতে পর্যন্ত পারছিলো না কিছুতেই, ওর মনে হচ্ছিলো যেন ভূমিকম্প হচ্ছে.... এবার কি করে, কিন্তু হঠাৎ মাফিনের মাথায় একটা বুদ্ধি এলো... ও সুযোগ বুঝে ট্রে থেকে সোজা লাফিয়ে লোকটার হাতে নেমে পড়লো, তারপর হাত বেয়ে নিচের দিকে নামার সময় ঘটলো আরেক বিপদ! লোকটার চোখে পড়ে গেলো মাফিন.... আর লোকটা খপ্ করে ওকে ডানহাতের মুঠোয় চেপে ধরা মাত্র চোখ বুজে মাফিন জোরে চিৎকার করে উঠলো, "গুরুদেব আমাকে বাঁচাও! আমি আবার আগের মতো বড় হয়ে যেতে চাই, আমি আর লিলিপুট হতে চাই না..! পড়া দেখলে আমি আর ভয় পাবো না! মাম্মামের সব কথা শুনবো!"...
হঠাৎ খুব জোরে ধাক্কা লাগে মাফিনের গায়ে, কে যেন জোরে জোরে ধাক্কা দিচ্ছে.. চমকে উঠে চোখ খুলে দেখে সামনে ওর মাম্মাম আর বাপি দাঁড়িয়ে... ও অবাক হয়ে বললো," মাম্মাম, আমি ঠিক হয়ে গেলাম কি করে? গুরুদেব তো আমাকে বড় হওয়ার মন্ত্রটা বলেনি! "....
ওর মাম্মামও অবাক হয়ে বলে ওঠে, "কিসব আজে বাজে কথা বলে যাচ্ছো তুমি..? আমি তো কিছুই বুঝতে পারছি না..."....
পাশেই দাঁড়িয়ে ওর বাপি মুচকি হাসে, "বুঝতে পারছো না? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলো, তোর টাস্ক কিছুই হয়নি না রে?..".....
মাফিনের মনে পড়লো খাটে হেলান দিয়ে "your desire" সম্বন্ধে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে ও নিজেই জানে না.... ঠিক তখনই ওর চোখে পড়লো ওর দু হাত কেকের ক্রীমে ভর্তি.... জামাতেও কোথাও কোথাও লেগে আছে কেক আর ক্রীম....
সেটা দেখতে পেলো ওর মাম্মামও, মাফিনকে জিজ্ঞেস করলো, "নিশ্চয়ই আবার ফ্রিজ খুলে কেক খেয়েছো..?!হাত দুটোও ভালো করে ধোওনি..! হাতে, জামায় মেখে কি অবস্থা!"......
মাফিন বলতে গিয়েও কিছু বলতে পারলো না,অবাক গোল গোল চোখে তাকিয়ে চুপ করে রইলো.....
সমাপ্ত
