স্কুলের কথা
স্কুলের কথা
আমার স্কুল ছিল বারাসতের নবপল্লীতে। যখনই স্কুলের কথা মনে আসে তখনই মনে পড়ে স্কুল গেটের সামনেই কদম ফুলের সেই গাছটা,যেটা বর্ষাকালে ফুলে ভরে যেত। সেই অশ্বত্থ গাছের কথা ক্লাস এইটের সংস্কৃত ক্লাসে নীল আকাশ আর তুলোর পেঁজার মতো আকাশে ভাসমান সাদা মেঘ আর সোনালী রৌদ্রকিরণের সৌন্দর্যমণ্ডিত পরিবেশে যেটা দেখলেই অবন্তিকার উজ্জয়িনী নগরের কথা মনে ভাসত। স্কুল মানেই কিছু স্যারের আশীর্বাদ যা সারা জীবন ধরেই অমলিন থাকে।স্কুল মানেই শতদল বাবুর সংস্কৃত ক্লাস,রবিনস্যারের বাঙলা ক্লাসে কপালকুণ্ডলা আর নবকুমারের কাহিনী,প্রফুল্লমাস্টারের উপপাদ্য ক্লাস আর চিরাচরিত অঙ্কের কঠিন প্রশ্নপত্র( গণিতের প্রশ্নপত্রের জন্য চিরকালই আমাদের স্কুল কোলকাতার মধ্যে বিখ্যাত) আর তাতেই হায়েস্ট পাওয়া। শীতের সকালে সমিরস্যারের ইতিহাস ক্লাসে আমরা পৌঁছে যেতাম অতীতের মালবে। স্কুল মানেই সবথেকে উত্তেজনা আর আনন্দের জীবন। কিছু শিক্ষকের সাথে আজও সম্পর্ক একই রকম অমলিন।