Mitali Chakraborty

Abstract

2  

Mitali Chakraborty

Abstract

সকাল ৯ টা:-

সকাল ৯ টা:-

1 min
514



কলিং বেলের কর্কশ আওয়াজ। ছন্দা দেবী দরজা খুলেই ভ্রু কুচকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, "সকাল ৯ টা বাজিয়ে দিলে ছোকরা দুধ নিয়ে আসতে? এত দেরি হলো কেনো আজ?" ছেলেটি মুখ কাঁচুমাচু করে বললো, "কাল আর দেরি হবে না, আজ বৃষ্টির দিনে আমার ঘুম থেকে উঠতে একটু দেরী হয়ে গেছিলো মাসীমা, তাই..."। ছন্দা দেবী আরো ক্রুদ্ধ হয়ে বললেন, "এই ছেলে মাসীমা কি রে? ম্যাডাম বলতে পারিস না? চল,যা এখন..."


ছন্দা দেবী দরজা বন্ধ করতেই ওনার স্বামী সজল বাবু জিজ্ঞেস করলেন, " হ্যাঁ গো গিন্নি, বাবু আজ কলেজ যাবে না? এখনো ঘুমোচ্ছে যে!" ছন্দা হেসে বললো, "আরে বৃষ্টির দিন, ঘুমোতে দাও না ওকে, সবে তো সকাল ৯ টা....."।


Rate this content
Log in