Sharmistha Mukherjee

Horror Tragedy

4.0  

Sharmistha Mukherjee

Horror Tragedy

শরীর সম্ভোগ 🔸 পর্ব ৩

শরীর সম্ভোগ 🔸 পর্ব ৩

3 mins
461



ডাক্তার যা বলেন তাতে সবাই খুব ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে । ডাক্তার জানায়, " খুবই বিশ্রীভাবে মিনির সঙ্গে একইসাথে দুজন সম্ভোগ 

করেছে । জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না । কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ওর শরীর থেকে কোনোরকম Semens( শুক্রাণু ) 

পাওয়া যায় নি । আর এটাই আমাকে চূড়ান্তভাবে ভাবাচ্ছে । " মিনির বাবা-মা খুব ভেঙে পড়ে । ভয়ে, লজ্জায় একেবারে কুঁকড়ে যায় । মিনির মা রাজকে বলে, " আমার একমাত্র মেয়ে মিনি । ওর সাথে ক্রমাগত rape হচ্ছে অথচ rapist - কে না দেখা যাচ্ছে, না ধরা যাচ্ছে । আমরা কি করে মিনিকে বাঁচাবো ? এভাবেতো আমার মেয়েটা মরে যাবে । বাঁচাও আমার মেয়েটাকে, দয়া করে কিছু করো " এই বলতে বলতে মিনির মা খুব কাঁদতে থাকে । ডাক্তার এমনকি পুলিস ও নিরুপায় । অদৃশ্য দূরাত্মাকে ধরবে কি করে কিছুই বুঝতে পারছিল না । সকলেই উদ্বিগ্ন এই ভেবে কি করলে মিনিকে বাঁচানো যায় । রাজ কোনো উপায় না দেখে একজন


 " Paranormal Investigator " -এর সাথে যোগাযোগ করে সমস্ত ঘটনা জানায় । 


পরের দিন ঐ " Paranormal Investigator "


Mr. Jones ( Anglo Indian ) হাসপাতালে এসে মিনিকে ভালো করে পরীক্ষা করেন এবং মিনির ডাক্তারের সাথেও কথা বলেন । মিনিকে পরীক্ষা করে Mr. Jones বলেন,


" She possessed by an evil spirit " । মিনি বাড়িতে ফেরার আগেই মিনির ঘর ও পুরো বাড়িটা শুদ্ধিকরণ করতে হবে । যথারীতি বাড়ির শুদ্ধিকরণ করে মিনিকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয় । 


এবার মিনির সুস্থ হতে প্রায় আড়াই সপ্তাহ লেগে যায় । মিনি অত্যন্ত লজ্জায় রাজ ও রাজের বাবা-মা - এর সামনে যেতে কুণ্ঠাবোধ করছিল । তখন রাজের মা মিনিকে আদর করে বুকে জড়িয়ে ধরে বলে, " আমরা সবাই আছি তোর পাশে, তুই আগে আমাদের কাছে যেমনটি ছিলি এখনো তাই আছিস " । পরিবারের লোক ও রাজের ভালোবাসা আর খুশির গভীর বন্ধুত্ব মিনিকে অনেক সুস্থ ও স্বাভাবিক করে তোলে । তারপর থেকে পুরো একমাস কোনো অশরীরী ঘটনা ঘটে নি । দুই পরিবারের সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে । দুই পক্ষের বাবা- মা মিলে ঠিক করে রাজ ও মিনির Registry র পর্বটি সেরে ফেলবেন । পরে দুইজন প্রতিষ্ঠিত হলে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেওয়া হবে । 


৬ ই এপ্রিল রাজ ও মিনির Registry Marriage - এর দিন নির্ধারিত হয় । রাজ ও মিনি দুজনেই খুব খুশি । মিনিও খানিকটা আশ্বস্ত হোলো রাজকে জীবনসঙ্গী হিসেবে পাশে পেয়ে । পরিবারের সবাই এবং মিনির বন্ধুরা সকলেই খুব আনন্দে হৈচৈ করতে থাকে । Registry- র অনুষ্ঠানের কেনাকাটা, আয়োজন সব শুরু হয়ে যায় । আগেই বলেছিলাম মিনিরা ছয় মূর্তি ----

 দেবাদৃতা ( মিনি ) , খুশি , তিয়াসা , রাজ , নীলাঞ্জন ও সপ্তর্ষি । এই ছয় মূর্তি মিলে ঠিক করে রাজ ও দিতা ( মিনি ) র register হয়ে গেলে সবাই মিলে পুরী বেড়াতে যাবে আর একেবারে জগন্নাথ মন্দিরে পূজা দেওয়াও হয়ে যাবে । সুতরাং টিকিট কাটা, হোটেল বুকিং সব শেষ । ৮ ই এপ্রিল 

রওনা হবে আর ফিরবে ১৩ ই এপ্রিল । প্রত্যেকেই খুবই excited । কিন্তু এতো আনন্দের মধ্যেও মিনির মনে ভয় । 


Registry Marriage - এর আর মাত্র দিন আটেক বাকী । কেনাকাটা, নিমন্ত্রণ ও অন্যান্য আয়োজন সবই শেষ । এবার শুধু শুভদিনটির অপেক্ষা । Registry marriage - এর ঠিক ছয় দিন আগে ৩১ শে মার্চ রাতে



Rate this content
Log in

Similar bengali story from Horror