STORYMIRROR

কল্প- লেখা

Horror

3  

কল্প- লেখা

Horror

শীতের রাত

শীতের রাত

1 min
143

অর্পণ সিংহ 


সজীব এবং রমেশ, দুই ঘনিষ্ঠ বন্ধু, এক শীতের সকালে সিদ্ধান্ত নিল যে তারা নির্জন জঙ্গলে রাত্রি যাপন করবে। সেই উদ্দেশ্যে প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে তারা নির্ধারিত দিনে যাত্রা শুরু করল। পথিমধ্যে তাদের সামনে পড়ল একটি পুরনো কবরস্থান। সজীব এবং রমেশ ভয়কে উপেক্ষা করে সাহস নিয়ে পথ অতিক্রম করতে লাগল।


হঠাৎ, একটি শীতল হাওয়া তাদের পাশ দিয়ে প্রবাহিত হলো। তারা বিষয়টি তেমন গুরুত্ব দিল না এবং তাদের যাত্রা অব্যাহত রাখল। কিছুক্ষণ পর তারা লক্ষ্য করল, দূরে সাদা কাপড় পরিহিতা এক মহিলাকে। মহিলাটিকে দেখে তাদের মনে ভয়ের সঞ্চার হলেও তারা সেটি প্রকাশ করল না।


রমেশ সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করল, "আপনি এত রাতে এখানে কী করছেন?" মহিলাটি প্রথমে কোনো উত্তর দিল না। পরে ধীর কণ্ঠে বলল, "তোমাদের হাতে থাকা লাল সুতোটি খুলে ফেলো।"


মহিলার কথায় সজীব রমেশকে সতর্ক করল এবং লাল সুতোটি না খোলার জন্য নির্দেশ দিল। তারা দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করল। কিন্তু কিছুক্ষণ পর তারা লক্ষ্য করল, মহিলাটি অদৃশ্য হয়ে গেছে।


সেই রাতেই তারা ভয় নিয়ে বাড়ি ফিরে এলো। এ অভিজ্ঞতার পর থেকে তারা আর কখনো রাতে এমন কোনো অভিযানের কথা ভাবল না।


---


আপনার গল্পটি এখন আরও প্রাঞ্জল এবং সম্পূর্ণ সাধু ভাষায় রূপান্তরিত হলো। এটি সত্যিই এক রোমাঞ্চকর গল্প!


Rate this content
Log in

Similar bengali story from Horror