সেমন্তী
সেমন্তী
সেমন্তী, তোমায় ডেকে পাইনি সাড়া,
দোয়ার গেঁথেছিল হাজার কাটার বেড়া।
কেন তবে বনের মতো সেমন্তীনি?
কেন তবে কুয়াশার সেমন্তীনি?
একলা এলে, পথ হারালে বনের পথে,
কেন আমায় পথ ভুলালে, সেমন্তী, সেমন্তী?
এখন তোমার চোখের কাছে,
দুটি ভুরুর মাঝে খানি,
কনকনে লাল সিঁদুর আছে।
পুড়ে পুড়ে খাক হলো সব,
রাত্রি, দিবস।
সেমন্তী, তোমার প্রেমে,
আমি আজও বিবস।
