STORYMIRROR

কল্প- লেখা

Drama

4  

কল্প- লেখা

Drama

মেঘের ভিতর তোমার আলো ✨

মেঘের ভিতর তোমার আলো ✨

1 min
420


মেঘে ঢাকা তারার আলো,

তোমায় দেখি মনের ভালো।

তুমি কোথায়, কেমন আছো?

জানতে চাই যে রাতের কালো।


তারার মাঝে খুঁজে ফেরা,

তোমার ছোঁয়া যেন ধরা।

মেঘের ছায়ায় মুখটা ভাসে,

বাবা, তুমি কি কাছে আসো?


মনের আকাশ, মেঘের ডানা,

তোমায় খুঁজি প্রতিটা গানে।

তোমার সুরে, তোমার কথায়,

জীবন ভরে ভালোবাসায়।


যখন মেঘে ঢাকা সব কিছু,

তখনও জ্বলে স্মৃতির পিছু।

তারার আলো, মেঘের ছোঁয়া,

বাবা, তুমিই আমার প্রেরণা।


কেমন লাগল বলুন? আপনি চাইলে এটি আরও পরিবর্তন করতে পারি।




Rate this content
Log in

Similar bengali story from Drama