STORYMIRROR

কল্প- লেখা

Drama

3  

কল্প- লেখা

Drama

বন্ধুত্ব 😅

বন্ধুত্ব 😅

1 min
153

আমি যখন বিদ্যালয়ে সহপাঠীদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারা আমার প্রতি কোনো মনোযোগ দেয় না। তবে, যখন তাদের খেলায় সদস্যের অভাব দেখা দেয়, তখন আমাকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়। এমন সময় আমি মনে করি, তারা হয়তো আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। কিন্তু পরবর্তীতে, যখন আমি নিজে থেকে তাদের সঙ্গে কথা বলতে যাই, তখন তারা আমাকে এড়িয়ে চলে বা দূরে সরিয়ে দেয়। যখন বুঝতে পারলাম যে তাদের সঙ্গে আমার মানসিকতার কোনো মিল নেই, তখন আমি নিজেই ধীরে ধীরে তাদের থেকে নিজেকে সরিয়ে নিলাম। যে এসব অনুভূতির মধ্যে দিয়ে গেছে, কেবল সেই বুঝতে পারে এটি কতটা গভীর এবং কষ্টদায়ক হতে পারে। অন্য কেউ হয়তো এই অনুভূতিগুলোর সত্যিকারের গভীরতা অনুধাবন করতে পারবে না।



Rate this content
Log in

Similar bengali story from Drama