Mitali Chakraborty

Abstract Romance

3  

Mitali Chakraborty

Abstract Romance

সেই দিন গুলো:-

সেই দিন গুলো:-

1 min
505


তখন কলেজে পড়ি। নতুন নতুন তখন কলেজের জীবন। কলেজের ক্লাস, কলেজের ক্যান্টিন, লাইব্রেরী, অডিটোরিয়াম, কলেজের বন্ধুরা সব মিলিয়ে এক জমজমাট অবস্থা। সকাল হলেই হই হই করে কলেজ যাবার প্রস্তুতি নিতাম। একটু দেরি হলেই মনে হতো বন্ধুদের সঙ্গ মিস্ করছি।


আনন্দের সময় কলেজে কাটানো সময় গুলো। আমাদের এক বন্ধু সুন্দর আঁকতে পারতো, একদিন কলেজের পেছনের অংশে যেখানে আমরা আড্ডা মারতাম রং তুলি দিয়ে সেখানে সুন্দর নকশা আঁকলো। পাখির ডানা, বড়ো বড়ো চিত্রিত পাখির ডানা জোড়া এঁকেছিল সে। খুব উদ্বুদ্ধ হয়েছিলাম আমরা বন্ধুরা তার অঙ্কন শৈলীর জন্য। আজ এত্তবছর পরে কলেজ রিইউনিয়নে গিয়ে দেখলাম ওই ডানা জোড়া যে একেছিলো আমাদের বন্ধুটি সেটা অমলিন অবস্থায় এখনও সংরক্ষিত আছে দেওয়ালে। আর তার মাঝে একটা বাইসাইকেল রাখা, বুঝতে অসুবিধে হলো না বাইসাইকেল টি আমাদের সেই বন্ধুটিরই। ওই তো কলেজে বাইসাইকেল চালিয়ে আসতো, পুরনো বহু কথা মনে পড়ে গেলো মুহূর্তেই। সুখ স্মৃতি ছিল সেগুলো।

____*____Rate this content
Log in

Similar bengali story from Abstract