Kamran Chowdhury

Abstract Tragedy Others

4.5  

Kamran Chowdhury

Abstract Tragedy Others

রিভেঞ্জ

রিভেঞ্জ

1 min
426


অনুগল্পঃ "রিভেঞ্জ"

লেখাঃ কামরান চৌধুরী


- "তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে। কেনো এমন করলে?"

- "জানি না। কীভাবে কেনো এমন হলো!!"

- " দেখ রিয়া, নাটক করবা না। আমি সব বুঝি। ফারদিন তোমাকে নিজ মুখে ভালোবাসি বলে ভালোবাসে নি।তোমাকে ঠকিয়েছে। তাই তার রাগটা তুমি এতোদিন ধরে আমার উপর দিয়ে সেটার প্রতিশোধ নিতে চাইছো! মানে রিভেঞ্জ!"

রাহাতের এই কথা শুনে রিয়া কিছুক্ষণের জন্য নিশ্চুপ ছিলো।তারপর তার কান্না ভেজা চোখগুলো মুছে,আবার ফোনটি কানে নিয়ে রাহাতকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিলো সে ইচ্ছে করে এমনটা করেনি ঠিক। তবে ৭ মাস রাহাতের সাথে সে যে প্রেমের সম্পর্ক করেছিলো এটা শুধু মাত্র ছিলো তার জন্য টাইম পাসের। রাহাতের প্রতি রিয়ার কোনো অনুভূতি ছিলোই না। তবুও রাহাত এটাই মেনে নিতে চায়, রিয়া তার সাথে রিভেঞ্জ নিয়েছে।কারণ, রাহাতের প্রিয় বন্ধুই ছিলো ফারদিন।


"এই পৃথিবীটা মিথ্যে হলেও মিথ্যে নয়

 শুধু মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলো মিথ্যে হয়,

কেউ ভালোবেসেও ভালোবাসা পায় নি-

অন্যদিকে কেউ ভালো না বেসেও রিভেঞ্জ নিতে ভুলে নি। "


Rate this content
Log in

Similar bengali story from Abstract