বই কেন পড়বো?
বই কেন পড়বো?
পৃথিবীতে বেঁচে থাকার জন্য একজন মানুষের শিক্ষার খুবই প্রয়োজন। শিক্ষার মাধ্যমে যে জাতি যত শিক্ষিত হবে, একটি দেশ তত উন্নতির পথে ছুটবে। তাই সুশিক্ষার জন্য প্রয়োজন বই। বই আমরা কেন পড়বো? কারণ বইয়ের মাধ্যমে মানুষ যেমন জ্ঞান অর্জন করে, ঠিক তেমন শিক্ষিতও হয়। বিশ্বে বই নিয়ে অনেক অনেক কথা, আলোচনা করে গেছেন বিশ্বের খ্যাতনামা অনেক দার্শনিক,লেখক,বিজ্ঞানী থেকে শুরু করে বুদ্ধিজীবী পর্যন্ত।
বই পড়ার মাধ্যমে মানুষ সুস্থ ধারার বিনোদন উপভোগ করে থাকে। বই এনে দেয় মনের শান্তি, শৃঙ্খলা,ন্যায়পরায়নতা,বিচক্ষনতা এবং বুদ্ধিমত্তা। তাই বই পড়াকে উৎসাহিত করার জন্য বিশ্বে রয়েছে অনেক লাইব্রেরী বা পাঠাগার,বইমেলা, বই উৎসব, প্রতিযোগিতা ইত্যাদি আয়োজন। একজন লেখকের কাল্পনিকতার মাধ্যম আমরা যেন বই পড়ার মাধ্যমে বুঝতে পারি। তাই জীবন এবং মন দুটোকেই প্রফুল্ল রাখতে বই পড়া উচিত৷
