STORYMIRROR

Kamran Chowdhury

Abstract Fantasy Others

3  

Kamran Chowdhury

Abstract Fantasy Others

জাদু

জাদু

2 mins
144


আট বছর বয়সী সিয়ামের শখ হলো সে এবারের বিজয় মেলায় জাদু শো দেখবে। তার বাবা ফয়সাল চৌধুরী নিজের একমাত্র ছেলের আবদার মেটাতে কখনো অপূর্ণ রাখেন না। তাই আজ তার ছেলেকে কথা দিলেন তিনি, আজ অফিসে যত কাজই থাকুক না কেন বিকেলে অফিস থেকে দ্রুত ছুটি নিয়ে বাসায় আসবেন। এই কথা শুনে সিয়ামের মনে যেন আনন্দের জোয়ার বইতে শুরু করলো। সে তার বাবার আবদার পূরণের অপেক্ষায় থাকলো।


  বিকেলে অফিস থেকে ছুটি নিয়ে বাসার পথে বের হলেন ফয়সাল। যখনই তিনি বাসার উদ্দেশ্যে রওনা দেবার জন্য রিকশা খুঁজতে যাবেন, ঠিক তখনই তার চোখে ধরা পড়লো একটি অদ্ভুত রকমের দৃশ্য। একজন পঞ্চাশ উর্দ্ধো বৃদ্ধ লোক একটি তেঁতুল গাছের নিচে বসে জাদুর মতো কি সব দেখাচ্ছেন। সেই সাথে দশ থেকে বারো জনের মতো মানুষের ভীড়। লোকটির পড়নে পুরানো রঙের কালো কোট, ধূলো জমা প্যান্ট, চেহাড়ায় আধা পাকা কালো গোঁফ, ধূসর চুল। দূর থেকে দেখলে যেন মনে হবে সে হিমালয় পাড় হয়ে ঢাকা শহরে এসেছেন ক্লান্তির অবসাদ নিতে। ফয়সাল কৌতূহলী হয়ে সেই ভীড়ে মাঝে মিশে গেলেন। তিনি দেখতে পেলেন সে লোকটি আসলেই একজন জাদুঘর এবং তিনি একজন অসহায়। পেটের দায়ে তিনি এই পেশায় এসেছেন। লোকটির পাশে থাকা সাইনবোর্ড এমনই লেখা। ফয়সাল লোকটির জাদু দেখতে গিয়ে অবাক হলেন। তিনি দেখলেন জাদুঘর লোকটি তার হাতে থাকা একটি খালি বাক্সের ঢাকনা সবাইকে দেখিয়ে বন্ধ করলো। তারপর ফের ঢাকনা খুলে দেখা গেল কতগুলো কবুতর সেখান থেকে বের হয়ে উড়তে লাগলো। এটি দেখে ফয়সাল বেশ মুগ্ধ হলেন৷ তিনি মনস্থির করলেন এমন কিছু জাদু আজ তার ছেলেকে এখানেই দেখাবেন। মেলায় নয়। 


Rate this content
Log in

Similar bengali story from Abstract