STORYMIRROR

Kamran Chowdhury

Abstract Classics Others

4  

Kamran Chowdhury

Abstract Classics Others

শুক্রবার

শুক্রবার

1 min
401

অনুগল্পঃ শুক্রবার

লেখকঃ কামরান চৌধুরী


গভীর নিদ্রায় মগ্ন ছিলাম তখন।হঠাৎ করে আতর সদৃশ সুগন্ধী ঘ্রাণ নাকে আসতেই,চোখ মেলে দেখি -বাবা আমার দেয়া সেই সাদা পাঞ্জাবী গায়ে দিয়ে আতর লাগাচ্ছেন।বাবার মুখে সরলতার মৃদু হাসি।মায়ের হাসি দেখে কতবার মায়ের প্রেমে পড়ে গিয়েছিলাম তার ঠিক নেই।কিন্তু এই প্রথম বাবার হাসি দেখেও তার প্রেমে পড়ে গিয়েছি।আসলে রক্তের এই মানুষগুলোর হাসি আমাদের খুব গভীরভাবে দেখা হয়ে উঠে না।কিন্তু কিছু মুহূর্ত এমনভাবে ঘটে যায়,তখন গভীরভাবে অনেক কিছুই দেখা যায়।তার মধ্যে প্রিয় মানুষগুলোর গভীর সরলতার হাসি।


এতক্ষণ বাবার দিকে তাকিয়ে আনমনা হয়ে এই কথাগুলো ভাবতে থাকে মাহীন।

- কিরে বাপ, মসজিদে যাবি না?জুম্মার দিনে এতবেলা ঘুমায় কেউ!তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নেয়।আমি কিন্তু রেডি।

- হ্যাঁ যাবো,বাবা।অনেকদিন তোমার সাথে মসজিদে যাওয়া হয় না।আজ একসাথে যাবো।আমাকে তুমি শুধু দশ মিনিট সময় দাও।


এই বলে বিছানা ছেড়ে এক লাফে উঠে পরলো মাহীন।তারপর আয়নার সামনে গিয়ে বিড়বিড় করে বলতে লাগলো “এমন স্বপ্ন যেন প্রতি শুক্রবার আসে।অন্তত তাদের কাছ হতে দূরে থেকেও কাছে থাকার তৃপ্তি অনুভব করতে পারবো।’’

 


Rate this content
Log in

Similar bengali story from Abstract