STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

3  

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

রাধা আর

রাধা আর

5 mins
11


                 রাধা আর রাণী

          রাধা আর রাণী দুই বন্ধু -- মানে বান্ধবী ।

ওরা সেই ছোট থেকে একই ক্লাসে পড়ছে । এ বছর

ওরা এইটে উঠলো । অর্থাৎ অষ্টম শ্রেণী । দেখতে

ওরা অনেকটা বড় হলেও বুদ্ধি পরিপক্ক নয় ।

ওরা একই সাথে স্কুলে যায় আবার একই সাথে

স্কুল থেকে ফেরে । কাজেই বাবা মায়েরও কোনো

চিন্তা নেই কিন্তু সেদিন ওরা এক কান্ড করে বসল ।

সে রকম কিছু নয় । তবে নয়ই বা বলবো কি করে ।

ওরা স্কুল থেকে ফিরলো না । সব ছেলেমেয়ে বাড়ি

পৌছে গেলো । ওরা দুজনে বাদ । কাজেই বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ দুই বাড়িতেই দেখা

গেলো । স্কুলে গিয়ে খবর নিলেন । স্কুলতো বন্ধ হয়ে

গেছে । যারা দু একজন রয়েছে সেপাই পাহারাদার

তারা কেউই কিছু বলতে পারলো না । যার কাছে চাবি থাকে মানে চাবির তদারকিতে যিনি থাকেন

তাঁকে ডেকে পাঠানো হলো । তিনি এলেন । প্রতিটি

ক্লাস রুম খুলে দেখলো । যদি কোনো ভাবে আটকে

গিয়ে থাকে বা ঘুমিয়ে যায়--- বলা তো যায় না ।

বাথরুম গুলোও তালা খুলে দেখা হলো । কোথাও

কোনো হদিশ পাওয়া গেলো না । অগত্যা থানা পুলিশ । ওনারা দুই বাবা এবং মা কে অনেক কিছু

জিজ্ঞাসা করলেন । গতকাল কোনো বিষয় নিয়ে

বাড়িতে রাগারাগি হয়েছিল কি না ! বা ওরা হয়তো

কিছু চেয়েছিল ওদের মনের মতো কিছু । পায় নি ।

বাবা , মা দু জনেই মানে দুই পক্ষই বললেন -- না না

সেরকম কোনো ঘটনাই ঘটে নি ।

তাহলে আর একটা জিনিষ জানতে বাকি । পুলিশ

অফিসার মহাশয় সেটাও জেনে নিলেন । ওনাদের

সরাসরি জিজ্ঞাসা করলেন । ------কোনো love

Affair.......!

দুই বাবা মা ই জিভ বের করে চোখ মুজলেন ।

বললেন ছি ছি....! কি বলছেন দারোগা বাবু !

আমাদের মেয়ে কখনো এরকম করতেই পারে না ।

দারোগা বাবু বললেন ----কি করে বুঝলেন ?

------- মেয়েরা কোথায় কি করে বেড়াচ্ছে আপনারা

           সব খবর রাখেন ?

দুই বাবা মা বেশ জোরের সাথেই এবার বললেন ---- সাড়ে চারটে তে স্কুল ছুটি । ওরা কোনো দিন

পাঁচ টা পার করেনি বাড়ি আসতে । আর সেই মেয়ে

কি না love........! না না না ... আমরা ঠিক মানতে পারছিনা দারোগা বাবু আপনার কথা ।

এবার দারোগা বাবু মিসিং ডাইরি করলেন । তারপর বললেন --- আপনাদের কথা মানছি ।


      -- কিন্তু যদি কোনো বেয়াদপির খবর পাই তখন আমরা ব্যবস্থা নেবো । আর তখন হাতে পায়ে

ধরলেও আমরা ছেড়ে কথা বলবো না ।

এই কথা বলেই দারোগা বাবু উঠলেন । শুধু উঠলেন

না । দুই জনের ছবি চেয়ে নিলেন । তারপর ফোন

ধরলেন । নিকটবর্তী থানা গুলোতে খবর পাঠিয়ে এলার্ট হতে বললেন সকলকে । প্রতিটি থানা

সতর্ক । ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে । দারোগা বাবু

মানে Mr . Sanyal আজ একটু চাপের মধ্যে আছেন । আগামী কাল রথযাত্রা । বাঙালীর আবেগের উৎসব । এবং উৎসব টা পাড়া, গ্রাম

শহর জুড়ে । কাজেই চতুর্দিকে ফোর্স পাঠাতে হবে ।

এই একটা চিন্তা । তা ছাড়া  D . I .G সাহেব

নিজে আসছেন ইনস্পেকসনে । মনে মনে সান্যাল

সাহেব একটু বিরক্ত হলেন । আগামী কাল না এলেই কি ওনার চলত না ? কিন্তু রথ কথাটা মনে আসতেই উনি যেন একটা পথ খুঁজে পেলেন ।

পথ মানে সমাধান । সমাধান মানে একটা ক্লু । যদি

ক্লু টা মিলে যায় তবে কেল্লা ফতে । কাল আবার

খোদ সাহেব নিজে আসছেন । উনি আর এক মুহুর্ত দেরী করলেন না । সামনের Santry কে ডাকলেন। সে ছুটে এসেই পুলিশি কায়দায় অভিবাদন জানিয়ে বললো-- Sir ........!

কিছু বলছেন ? সান্যাল বাবু বললেন --হ্যা । কিন্তু

কি বলছেন ওনারই মাথায় নেই । তারপর হঠাৎ জিজ্ঞাসা করলেন ওরা কি চলে গেলো ?

সেপাই বললো ---কারা স্যার ? 

এবার সান্যাল বাবু উত্তেজিত হয়ে বললেন --

কারা মানে ? তুমি এতক্ষণ কি করছিলে ?

দু জন বেরিয়ে গেলো দেখোনি ? এতক্ষণ ধরে

কথা বলছিল কিছুই কি লক্ষ কর না ? তখন

সেপাই বললো , ও যারা ভেতরে কথা বলছিল ?

সান্যাল বাবু বললেন --- হ্যা হ্যা ওদের কথাই ...।

সেপাই এবার নিশ্চিত হয়ে বললো --- ওরা তো টোটো নিয়ে এসেছিল । টোটো তেই ফিরে গেলো ।

সান্যাল বাবু আরও রেগে গিয়ে বললেন --- যাও যাও নিজের জায়গায় যাও । যত্ত সব অপদার্থ .....।

উনি সেকেন্ড অফিসার কে ডাকলেন । Mr . তরফদার ..। একটু আসবেন ?

তরফদার বাবু তড়িঘড়ি ছুটে এলেন ।

Mr. সান্যাল জিজ্ঞাসা করলেন --- আপনি এখন কি করছেন ? তরফদার বাবু উত্তর দিলেন --- একটু

রিপোর্ট গুলো দেখছি ।

------ কিসের রিপোর্ট ?

-------- সেদিন যে ঝামেলা টা হলো ।

-------- ও দত্ত পাড়ায় ? ঠিক আছে । কিন্তু এখন ই

আপনাকে একবার হাওড়া স্টেশন যেতে হবে ।

হাওড়া স্টেশন ....?

সান্যাল বাবু বললেন---- হ্যাঁ হ্যাঁ এখন ই । এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে যান  । জগন্নাথ এখনও বেরোয়নি ।

-------- ব্যাপার টা বুঝতে না পেরে তরফদার বাবু

থমকে গেলেন । কি যে বলছেন ? জগন্নাথ, হাওড়া স্টেশন-------!

MR. সান্যাল এবার চিৎকার করে বললেন --- এক্ষুণি বেরিয়ে যান । পুরো গাড়ি টা চেক করুন ।

এই নিন ছবি । দুটো গার্ল স্টুডেন্ট মিসিং ।

আগামী কাল রথ । বলা যায় না কিছুই ।

চতুর্দিকে খবর দেওয়া আছে । বেরিয়ে পড়ুন ।

তরফদার বাবু আর দেরী করলেন না । গাড়ি নিয়ে

বেরিয়ে গেলেন । কিন্তু উনি যখন হাওড়া পৌছলেন

তখন জগন্নাথ বেরিয়ে গেছে । ওখান থেকেই উনি

থানায় ফোন করলেন । Mr. সান্যাল ছাড়বার পাত্র নন । গাড়ি যতোই ছুটুক খড়গপুরে একটা বড় হল্ট

দেবে । উনি খড়গপুর G .R .P কে সব জানলেন ।

ওরা এলার্ট রইলো । গাড়ি স্টেশনে ঢুকতেই শুরু হলো চেকিং । প্রতিটি কামরা । দেখা গেলো দুটি বাচ্চা মেয়ে কাঁধে স্কুল ব্যাগ পাশাপাশি বসে গল্প করছে । জিআরপি কাছে যেতেই ওরা কেমন কাচুমাচু করে উঠলো । জিয়ারপি জিজ্ঞাসা করলো

তোমরা কোথায় যাবে ? --- ওরা বললো পুরী ।

জিয়ারপি বললো এইতো পুরী এসে গেছে ।

ওরা বললো এসে গেছে ? জিয়ারপি বললো -- হ্যা ।

ওরা যেই ব্যাগ নিয়ে উঠতে যাবে ওমনি রেল পুলিশ

ওদের হাত দুটো ধরে বললো । এসো আমি তোমাদের নামিয়ে দিচ্ছি । বলেই সোজা ওনাদের

অফিসে এনে হাজির করলো । ওখানে ইনসপেক্টর সাহেব তাঁর সাঙ্গ পাঙ্গ নিয়ে বসে ছিলেন ।

উনি সোজা থানায় ফোন করে জানিয়ে দিলেন যে বাচ্চা দুটি ধরা পড়েছে । ওখান থেকে বাড়িতে ফোন এসে গেলো । রাধা আর রাণী সুস্থ আছে । ওরা কাল ফিরে আসছে । জিয়ারপির বড় বাবু ওদের খুব যত্ন করে খাওয়ালেন । তারপর সব খবর

নিলেন ওদের থেকে । ওরা না কি রথ দেখতে পুরী যাচ্ছিল । কিছু টাকা জমিয়েছিল রাধা । আর কিছু টাকা যোগাড় করেছিল রাণী ।

পরের দিন সকালে জিয়ারপির গাড়ি ওদেরকে

বাড়ি পৌছে দিয়ে গেলো । ওদের জগন্নাথ দরশন আর হলো না ।


দুই বাড়ির বাবা মা বাচ্চাদের ফেরত পেয়ে খুব খুশি হলেন ।

               .............................................



Rate this content
Log in

Similar bengali story from Abstract