STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

3  

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

বন্ধন মুক্তি

বন্ধন মুক্তি

3 mins
8


          উইল তো কর্তা করে গিয়েছেন । সেই মতো

কাজও হয়েছে । বড় ঘর দালান সবই পেয়েছে বড়

ছেলে । ও পাশের ঘর দুটো আর উঠোনের অর্ধেকটা পেয়েছে ছোট ছেলে । বড় ঘর দালানের

সামনে উঠোনের অংশ টা বড় ছেলে পেয়েছে । আর

একেবারে ধার দিয়ে ছোট-র সদরে যাওয়ার পথ ।

আর সদর দুজনেরই কমন । মানে দুজনই যাওয়া

আসা করবে । ঠিক ঠাকই চলছিল । বাড়ির গিন্নি

মানে, সজন আর সুজনের মা সরমা দেবীর ভার

ছয় মাস ছয় মাস করে পালি করে নিয়েছে দুই ছেলে । ছোট ছেলের কাছে ছয় মাস থাকার সময়

সরমা দেবী ওনার টিনের বাক্সে রাখা ওনার একটা

সোনার টিকলি সুজনের মেয়ে বিউটি কে দিয়ে

এসেছেন । এখন বড় ছেলের ঘরে থাকার পালা ।

বড় ছেলে , বড় বৌ দুজনেই খুব ভালো মানুষ ।

মা বলতে অজ্ঞান । সরমা যে কয় দিন থাকে ওনারা

খুব যত্ন করেন । ওদেরও একটাই মেয়ে নাম তারা ।

সে প্রতি মুহূর্তে ঠাম্মার খবর নেয় । ঠাম্মা খেয়েছে

কি না । ওষুধ খাওয়া হয়েছে কি না । দুপুরে খাওয়া

হয়ে গেলে ঠাম্মার বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া।

আর রাতে খাবারের পর বিছানার চাদর ঝেড়ে মশারি খাচিয়ে দেওয়া পর্যন্ত । তারপর তারার ছুটি।

ঠাম্মাও তারাকে খুব ভালোবাসেন । এক মুহুর্ত চোখের আড়াল হলেই খোঁজ করেন তারা কোথায়

গেলো । বেশ ভালোই চলছিল সংসার ।

হঠাৎ ঠাম্মার জ্বর হতেই তাল কাটলো । সবাই মাথার কাছে বসে । ডাক্তার বাবু নিদান দিয়ে গেছেন --বয়স অনেকটাই হয়েছে , ওষুধ গুলো

ঠিক ঠিক খাওয়াবেন আর সব সময় লক্ষ্য রাখবেন। এক্ষুনি ভয়ের কিছু নেই তবে বুড়ো মানুষ

এই আর কি ।

সাত দিনের মাথায় যখন জ্বর টা ছাড়ল সরমা দেবীকে বেশ হাসি খুশি দেখাচ্ছিল । সন্ধ্যা বেলায়

সবাই ওনাকে চারদিক ঘিরে দাঁড়িয়ে , কেউ বসে।

তখন সরমা দেবীর কি খেয়াল হলো ওনার টিনের

বাক্স টা আনতে বললেন ।

বড় ছেলে সজন বললো ---তুমি আবার এখন বাক্স

নিয়ে কি করবে ?

সরমা দেবী বললেন নিয়ে আয় না ।

বাক্স টা আনা হলো । ওনার সামনে নামিয়ে দিতেই

উনি চাবি টা খুললেন । তারপর হাতড়ে হাতড়ে

যত্ন করে রাখা ওনার সোনার আংটি টা বের করলেন । তারপর তারা কে দিয়ে বললেন এটা আজ থেকে তোমার । এটা আমি তোমার জন্যই

রেখে ছিলাম । আজ এটা তোমায় দিয়ে আমি বন্ধন মুক্ত হলাম । ঠাম্মা দুই হাত তুলে আশীর্বাদ

করলেন তারাকে । এবার আমার ছুটি হলেই বাঁচি।

সজন , সুজন আর দুই বৌ সমস্বরে বলে উঠলো

---- এমন কথা কেন বলছেন বলছেন মা !

ওদিকে তারা আর বিউটি কাঁদতে লেগে গেছে ।

ঠাম্মা বললেন --- ও দিদি ভাই তোমরা আবার

কাঁদছো কেন । এতে কান্নার কি হলো ।

তারা বললো --- ঠাম্মা , তুমি বলো -- আমাদের

ছেড়ে কোনো দিন যাবে না ...।

ঠাম্মা বললেন --- আচ্ছা বেশ বেশ । তাই হবে ।

তুমি কেঁদো না ভাই । আমার ভালো লাগে না ।

ঘর টা কেমন নিস্তব্ধ হয়ে গেলো ।

 .........................................................



Rate this content
Log in

Similar bengali story from Abstract