বিখ্যাত বরেন
বিখ্যাত বরেন
বিখ্যাত বরেন
বিখ্যাত বরেন
বরেন একটা গন্ড গ্রামের ছেলে । লেখাপড়ায় মন ছিল । কিন্তু ওর বাবার পয়সা ছিল না । কোনো রকমে মাধ্যমিক পাশ করে । তারপর বুড়ো বাবা মা কে ঘরে রেখে একটু টাকা জোগাড় করে কলকাতা শহরে পাড়ি দেয় । দুটো দিন পথে ঘোরে । তারপর টনক নড়ে । ওর কাছে যা টাকা বাকি ছিল তা দিয়ে এক কাঁদি কলা কিনে রাস্তার ধারে বসে পড়ে । শহর টা বেশ নোংরা । বিশেষ করে বাজার এবং স্টেশন এলাকা । ও নিজের সামনে টা পরিস্কার রাখে । কিন্তু ঝড় এলে যতো প্লাস্টিক আর পাতা উড়ে আসে । বৃষ্টি হলে জলে
প্লাস্টিক ভাসে । ও সকল কে মানা করে --প্লাস্টিক
ব্যবহার না করতে । কেউ কথা শোনেনা ।
পুরসভার ইন্সপেকটর আসেন । ধর পাকড় হয় ।
দু দিন পর যে কে সেই ।
ঘর ভাড়া করে ও এখন ঘোর সংসারি ।
কিন্তু এখনও বরেন
রাস্তার ধারে ঝুড়িতে করে কলা, আপেল
বিক্রি করে । খরিদ্দারকে দেয় কাগজের ঠোঙায় । প্লাস্টিক প্যকেটে নয় । প্লাস্টিকে যে নিষেধাজ্ঞা ।
ও যখন বাজারে যায় চারটে
কাপড়ের ব্যাগ নিয়ে যায় ।
প্লাস্টিক ব্যাগ নয় । বাজারে প্রতিটি দোকানে
প্লাস্টিক প্যকেটের রমরমা ।
বরেনের নাম ছড়িয়ে পড়ল । পুরসভা থেকে ওকে ডেকে পাঠাল । অফিসার বললেন , আমরা প্রচারে বেরোচ্ছি প্লাস্টিকের বিরুদ্ধে আপনি সাথে থাকুন । বরেন ওনাদের সাথে ঘুরতে লাগলো ।
পুরসভায় চাকরিও পেয়ে গেলো । সবাই খুশি । বরেন জানত প্লাস্টিক খুব ক্ষতিকর । বন্যার সৃষ্টি করে । মাটির ক্ষতি করে । প্লাস্টিক পোড়ালে দূষিত গ্যাস উৎপন্ন হয় ।
বরেনকে আমি চিনতাম না ।
কালী পুজোর রাত্রে মন্দিরে গিয়ে
পরিচয় হলো ।
আমি তাকিয়ে রইলাম । ও তখন কাপড়ের ব্যাগ থেকে ফল বের কর ছিলো । ফল গুলো গড়িয়ে যাচ্ছিল । আমি বললাম -প্লাস্টিক প্যাকেটে আনেন নি । ও বললো --আমি প্লাস্টিক
ব্যবহার করিনা ।
......................................................
