STORYMIRROR

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

3  

NILAY CHATTERJEE

Abstract Fantasy Others

বন্ধুত্ব

বন্ধুত্ব

2 mins
13


  ছেলে বেলার একটা গল্প । তখন সিক্স কি সেভেন এই রকম একটা ক্লাস হবে যতদূর মনে

পড়ছে । হাফ ইয়ার্লি পরীক্ষা । আমি বাংলা পরীক্ষার কথা বলছি । রচনা এসেছিল 'বর্ষাকাল' ।

যে যতটা পারলো লিখলো । আমিও কিছু লিখলাম । আমার এক সহপাটি নাম টা উল্লেখ করলাম না ।

কারণ সে অনেক দিন আগেই আমাদের ছেড়ে চলে

গেছে । সেও ভালোই লিখেছে - পরীক্ষার পরে বলেছিল । আমরা সবাই জানি হাফ ইয়ার্লির খাতা

দেখানো হয় । এবং ফেরত ও দেওয়া হয় । সে রেওয়াজ এখনও আছে । এবং থাকবে ।

তা পরীক্ষার কিছুদিন পরে খাতা দেখানোর পালা ।

স্যার নাম ডেকে ডেকে খাতা দিচ্ছেন । সবাই টেবিলের সামনে গিয়ে খাতা নিয়েও আসছে ।

আমিও খাতা নিয়ে এলাম । আমার ঐ বন্ধুটি

উস খুস করছে । সবাই খাতা পেয়ে গেল । ওর নাম

টা কেন আসছে না ? এই সাত পাঁচ ভাবতেই দেখা

গেলো আর একটি মাত্র খাতা পড়ে আছে । আর সেটাই ওর । নাম ডাকতেই ও উঠে গেল । এরপর

স্যার বললেন এখানে দাঁড়াও । ও দাঁড়ালো ।

তারপর ওকে রচনা টা পড়ে শোনাতে বললেন ।

ও পড়া শুরু করলো । যেমন ভাবে রচনা শুরু হয়

প্রথম টা ঠিকই লিখেছে ।

বর্ষাকাল ঋতুচক্রের দ্বিতীয় ঋতু । এই সময় আকাশ কালো মেঘে ঢাকা থাকে । আষাঢ় শ্রাবণ

দুই মাস বর্ষাকাল । এই সময় প্রচুর বৃষ্টি হয় ।

পথ ঘাট জলে ভর্তি হয়ে যায় । পথে কাদা হয় ।

চাষিরা এই সময় মাঠে ব্যস্ত থাকে । জমি চাষ করে । ধানের বীজ রোপণ করে । ....................

শেষে লিখেছে , এই সময় কবি দের মন উতলা হয়ে

ওঠে । তাই কবিরা লিখেছেন --' আষাঢ় শ্রাবণ মানে

না কো মন । ঝরো ঝরো ঝরো ঝরো ঝরেছে ..

তোমাকে আমার মনে পড়েছে ....'

আর সবাই হো হো করে হেসে উঠলো ।হাসি আর থমেনা কিছুতেই।

স্যার তখন ক্লাস থামাতে ব্যস্ত ।

বন্ধুটি আমার খুব প্রিয় ছিল । আষাঢ়ের এই বৃষ্টির

দিনে তার কথাটা হঠাৎ মনে পড়ে গেলো ।

তাই দু কলম লিখলাম । মন টা একটু বিহ্বল

হয়ে উঠেছে ।

বন্ধুরে , তুই যেখানেই থাকিস তোর প্রতি বন্ধুত্ব

আমার এখনও অটুট আছে । ---------!

................................................................



Rate this content
Log in

Similar bengali story from Abstract