STORYMIRROR

sourav dey

Comedy Romance

3  

sourav dey

Comedy Romance

পরকীয়া

পরকীয়া

4 mins
287

পরকীয়া:-

পরকীয়া শব্দটা বেশ ইন্টারেস্টিং বলুন এখন আমাদের কাছে , ওই কচি কাচাদের ফার্স্ট লাভের থেকে এখন মাঝ বয়সী বিবাহিত পুরুষ মহিলাদের প্রেম দেখতেই বেশি ভালো লাগে l মা বাবার থেকে সেই লুকিয়ে প্রেম করার মজাটা এখন আর কোথায়, উল্টে স্বামী বা স্ত্রীর থেকে লুকিয়ে প্রেম করে একটা রোমাঞ্চ আছে । আর এখন তো ভারতীয় দন্ডবিধি তে পরকীয়াতে কোনো শাস্তি নেই বরং খুললাম খুল্লা করতে পারেন l তবে সবাই এখনো অত সাহসীও হয়ে ওঠেনি, সংসার ভেঙে যাবে সবাই জানতে পারলে কি বলবে আরো কত কি মাথায় চলে আসে l তবে ফিলিংস টা বেশ দারুন বলুন মাঝ বয়সে এক নতুন বসন্তের ছোঁয়া লাগে মনে l 

এরকমই এক বসন্তের কোকিলের সাথে সেদিন পরিচয় হলো । অফিস থেকে ফেরার পথে তাড়াতাড়ি করে উঠলাম ট্রেন-এ জায়গায়ও পেয়ে গেছিলাম, ট্রেন ছাড়ার মুহূর্তে দুই ভদ্রলোক এসে দাঁড়ালো আমার সামনে l একজনতো বেশ বিন্দাস স্বভাবের মনে হলো আর আরেকজনের মুখটা কেমন বাংলার পাঁচের মতো মনে হচ্ছিলো l আসলে এই হলো আজকের আমাদের গল্পের কোকিল যে একটু বেসুরো সুরেই ডাক পারছিলো l এবার তাদের কথোপকথন শুরু হলো 


বিন্দাস ব্যক্তি- বৌদি কি করে জানলো বলো তো বাবলু দা (আমাদের আজকের নায়ক ) l 

বাবলু- সেটাই তো বুঝে উঠতে পারছিনা কালই ইনস্টাগ্রাম-এ একাউন্ট খুললাম আর খুলেই সহেলিকে(নায়কের সেই নায়িকা) যেই ফলো করেছি ব্যাস তারপরই হঠাৎ করে তোর বৌদি বলছে সহেলি টা কে? আমিতো শুনে খানিকক্ষন পুরো ব্লাঙ্ক হয়ে গেছিলাম ভাই তারপর থেকে যা শুরু করলো রাত ২.৩০ এ অব্দি চললো আজ বাড়ি গিয়েও চলবে মনে হচ্ছে l 


বিন্দাস ব্যক্তি- যাই বলো তুমি ভীষণ কাঁচা কাজ করেছো দরকারই ছিল না ওকে ফলো করার । 


বাবলু- আরে আমি কি করে জানবো তোর বৌদি আগে থেকে ওকে নিয়ে ডাউট করছিলো কোনোদিনতো বুঝতেই দেয়নি কালকেই ফনা তুলে ফোঁস করবে কে জানতো l 


বিন্দাস ব্যক্তি- তো বৌদিকে তুমি বলে দিতে রান্ডম প্রোফাইল জাস্ট ফলো করেছো আর কিছু নয় বোকার মতো বলতে গেছো অন্য ব্রাঞ্চ এ কাজ করে ইভেন্ট এ পরিচয় l  


বাবলু- আমি ভাবলাম ওটা সোনার পর আর কিছু জিজ্ঞাসা করবে না উল্টে তারপর যে ঝুলি খুলবে তা কে জানতো l তোর বৌদিকে কাল রাতের পর আমার সিবিআই অফিসার মনে হচ্ছে। আমার ফোনে মনে হয় কোন একটা অ্যাপ ডাউনলোড করে দিয়েছে ওই জন্য কার সাথে কী চ্যাট করছি কাকে কল করছি সব নাকি ওর কাছে খবর চলে আসছে। আমি ভাবছি ওকে সহেলির কেসটা কে বলে রেখেছিলো কে জানে?   


বিন্দাস ব্যক্তি- অফিসের অনেকেই তো বৌদির প্রোফাইলে আছে এবার তাদের কার কার সাথে বৌদির কথা হয় তা কি জানো ? আর তোমার ব্যাপারটা তো আমাদের চার পাঁচজন ছাড়া কেউ জানেও তো না l  


বাবলু- আমার জানিস সজল টার উপর ডাউট হচ্ছে ওই মাল টা নিশ্চই বাড়িতে গিয়ে ওর বৌ কে বলেছে আর ওর বৌ টার সাথে দেখি আমাদের টার খুব কথা হয় ঐটাই মনে হয় লাগিয়েছে l শালা গুলো তো লোকের সংসার ভাঙতে বেশ মজা পায় l  


বিন্দাস ব্যক্তি- তুমি এখন যেই সিচুয়েশন দিয়ে যাচ্ছ সেম আমারো হতো বাট আমি অন্য ভাবে ব্যাপার টা ঘুরিয়ে নিয়েছিলাম আর কোনো চাপই হয়নি l আর ওই ঘটনার পর কতদিন যে শুকা ছিলাম আমিই জানি l 

বাবলু- সত্যি ভাই যা কেস খেয়েছি এ আদৌ ঠিক হবে কিনা কে জানে। শালা মাল খেতে ইচ্ছা হচ্ছে ওটাও খেতে পারবো না ।    

বিন্দাস ব্যক্তি- মাল বলছো তুমি যদি এখন ভাত কম খাও জল বেশি খাও তাতেও বৌদি ভাববে ওই জন্যই মনে হয় এমন করছো। 

বাবলু- বিশ্বাস কর ভাই কালকের পর মনে হচ্ছে অফিস থেকে ছুটি নিয়ে একা কোথাও পালাই। 

বিন্দাস ব্যক্তি- খবরদার না বাবলু দা এই ভুল কোরো না বৌদির সন্দেহ উল্টে বাড়বে কমবে না। তুমি এক কাজ করো বাড়ি যাও চুপচাপ থাকো বৌদি কিছু বললে আমায় একবার কল করো আমি বুঝিয়ে দেব l আর শোনো ব্যাপার টা ঠিকঠাক হয়ে গেলে ছয় মাস পুরো শুকা থাকো সহেলি কুহেলি সব ভুলে যাও ফেইসবুক ইনস্টাগ্রাম সব ডিএক্টিভ রাখো বেশি বেশি করে টাইম দাও বাড়িতে l 


বাবলু- হ্যাঁ ভাই তা আর বলতে ন্যাড়া বেল তলায় এক বাড়ই যায়

এরই মধ্যে আমাদের গল্পের নায়কের স্টেশন চলে এলো ও তো নেমে গেলো আর নামার টাইম বলতে বলতে নামলো ভাই রাতে ফোন করবো তালে একটু সামলে নিস l তারপর বিন্দাস ব্যক্তিটি তাঁর অফিসে এরই কোনো এক বন্ধু কে ফোন লাগিয়ে দিলো---

বিন্দাস ব্যক্তি- জানিস ভাই বাবলু মালটা কেস খেয়েছে ফুল দম, সাধু গিরি দেখাতে গিয়েছিলো বৌ দিয়েছে তারপর, রাতে বলছে ওর বৌ এর সাথে কথা বলাবে, ওর বৌ যা জিনিস আমার কথাই থোড়ি মানবে l মুখটা পুরা শুকিয়ে গেছে মাল টার....... 

এরকমই কথা চলছিল তার মধ্যে আমারও স্টেশন চলে এলো, যাত্রা টা বেশ কেটে গেলো এদের উলোট পুরান শুনতে শুনতে , একটুকু বোর হয়নি উল্টে কিছুটা কৌতূহল নিয়েই নামলাম যাইহোক গল্পের শেষে এটুকু বুঝলাম পরকীয়া বিদ্যা ভালো বিদ্যা যদি না পর ধরা l


Rate this content
Log in

Similar bengali story from Comedy