STORYMIRROR

Sipra Debnath

Abstract Fantasy

3  

Sipra Debnath

Abstract Fantasy

নিমাইয়ের সংসার পর্ব-১৪

নিমাইয়ের সংসার পর্ব-১৪

4 mins
209


 বিয়া ঠিক,নিরুর মনেত্তে্ উত্তেজনা বাড়ির মাইনষের মনে উদ্দীপনা।মোডামোডি হৈহৈ রব। বাড়ি ঘর সাজানি গোছানি,আত্মীয়-স্বজনেরগো আনাগোনা, কিনাকাডি,বাড়িত আনন্দের বৈন্যা, নিরুর বিয়া বুলি কতা, বন্ধু বান্ধব পাড়ার হগল হোলা মাইয়া যতগিন আছে ব্যাকে মিলি আনন্দ,সারাদিন অইন্যা নিরুর গো বাইত আড্ডা হাসি কত্ত মজা,য্যেন উত্সব লাইগছে। অবশ্য পাড়াত অইন্য কোন বাইত বিয়া লাইগলেও এক্কৈ রকম আনন্দ হ',হিয়ানে ব্যেকে ব্যেকতে্র পরম আত্মীয় কুটুম্ব, কোনগা' কোনোগার' হর ন' , এই হাড়ার হত্তিবেশীদের আত্মীয়তা চোখে না দেইখলে বিশ্বাস করন যাইতনো। এই হাড়ার বিশেষত্ব এই কুটুম্বিতা। ইয়ানে কার' কোন দুঃখ নাই হগ্গলগুন খুব সুখী।

 আইজ্যা বিয়া,বিয়ানবেলার তুন কত্ত নিয়ুমকানুন,আচার অনুষ্ঠান চইলত আছে।উৎসাহ উদ্দীপনার শেষ নাই। হানের খিলি,হলইদ কুডন,গায়ে হলইদ,জল ভরন,

 আরো কত্ত কি। দিন ভরি নানান আচার আর শঙ্খধ্বনি উলুধ্বনি, আনন্দের কোলাহল।

সকাল সকাল তৈরী হইত হৈবো।বাড়ির সামনে বড্ডা একখান বাস গাড়ি আই খারাই রইছে। বরযাত্রী রেডি।নিরু অ' বরের বেশে তৈয়ার।নাইয়ুরীরা বাড়ির বেবাক সদস্যরা

সাজিগুজি তৈয়ার।বর কত্তা অ' তৈয়ার।ব্যান্ড

পার্টির বাজনার তালে ছোয়া বোয়া ব্যেকে মিলি তাল মিলাইতো আছে আর যে তার মোত নাইচতো লাইগছে।


গাড়ি ছারি দিল। কইন্যা পক্ষের বিয়া বাড়ির উইদ্দ্যেশে রওয়ানা দিবার আইগতে হগল 

আইয়োতিরা শঙ্খধ্বনি উলুর ধ্বনি দি বরণ করি কইন্যার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করি দিল। গাড়ি ছাড়ি দিল।হোলার বাড়ি অইনকা 

আর কোন গঞ্জনা নাই নিস্তব্ধ শান্ত।


কইন্যার বাড়ির অপেক্ষা শেষ হইল। বরযাত্রীর গাড়ি আই থাইমলো কইন্যার বাইড় সামনে। কইন্যার কানে গেল্ বরহক্ষের পোঁছানের খবর। বুকের মইদ্যে ধুখপুক ধুখপুক হোলা মাইয়া দোনোগার। কইন্যা হক্ষের বাকি কইন্যারা গেইট আটকাইলো,

হেতিরগো দাবী রাখি বরহক্ষের সামনে। হাঁচশো এক টিয়ার দাবী।টিয়া দি দিলে হেতিরা গেইট ছারি দিব তইলে বরহক্ষ কইন্যার বাড়ির ভিতরে যাইতে হাইরবো।

বাদে আইয়োতিরা বর আর বর হক্ষেরে বরণ করি বাড়িত আনি আদর যত্ন করি বইত দ্যে।

চা মিষ্টি জল দি আপ্যায়ন করের। কদ্দুর বাদে বিয়ার লগ্ন। লগ্ন যত কাছে আইয়ে হোলা মাইয়ার বুকের মধ্যে য্যেন তুমুল ঢাক পিডাইত 

আরম্ভ হ'।


কইন্যারে বারে বাইর করি আইনলো চাইর জন মিলি পিরিত বয়াই মুখ হান হাতা দি ঢাকা। বরের বসন বদল হইল।এইবার মালা বদলের হালা। বাদে ছাদনাতলাত মন্ত্র হড়ি অগ্নি সাক্ষী করি সাত পাকে বান্দা হইড়ল "যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব"মন্ত্রপাঠে। দুই মন এক হইল। প্রতীক্ষার অবসান হইলো। এবার ডাইন হাতের ব্যাপার।

বরহক্ষ কইন্যাহক্ষ ব্যেকে মিলি আনন্দ করি

চব্য চোষ্য লেহ্য পেয় আস্বাদন করি ডাইন হাতের ব্যাপার সাইরলো। 

কইন্যারা বর সইজ্জা পাইতলো, কইন্যার ভাইয়ের বউয়েরা বান্ধবীরা অনেক হাসি মজা কইরলো। বর কইন্যারে ঘরে বন্ধ করি বাইরে দরজাত তালা মারি দি কানপাতি থাইকলো।

ভিতরে দুইজন এক হইল।


  হরেরদিন বিয়ানে অনেক হাসি তামাশা শুরু কইরলো মাইয়ার বান্ধবীরা আর ভাইয়ের বো'রা মিলি বর বো এর ঘরের দরজার সামনে 

  আই সারি,ঘরের দরজাত তালা,কইন্যার মুখ লইজ্জাত লাল, দরজার বাইরে ডিমান্ড বর

  সইজ্জা তোলনের হাজার এক টিয়া,নইলে

  দরজা খোলা হইত ন'। অগইত্যা ঘরের ভিতর তুন প্রতিশ্রুতি আইলে দরজার তালা খোলার হ' আর ব্যেকগুন মিলি অট্টহাসিত ফাডি হরের।

    বর কইন্যারে উলু দি ঘরের তুন বরণ করি বাইরে আনা হইল, এদিক দি ররযাত্রী আর অইন্যান্য কটুমেরগো বিয়ানের নাস্তা খাইতে দেওয়া হইল। নাস্তা খাবা হইলে বাসি বিয়া শেষ হইল। মৈধ্যান্য ভোজনের বাদে কইন্যার

    বিদাইয়ের সময় হৈল। কান্দন কাডন শুরু, সানাইয়ের সুরে বিদায়ের বেদনা বাইজতো শুরু কইরছে। হগলের মুখ বেজার। উপায় নাই বিদায় তো দিত হৈব।

কৈন্যার বিদায় হৈলো। নববধূর আগমন হইল শ্বশুরবাড়িত। শঙ্খধ্বনি উলুধ্বনি দি নয়া বো'র মুখ চাই বরণ করি ঘরে উডানি হৈল।

নতুন বো'র মুখের হাসি স্বউর বাইর বেকের মন কাড়ি লৈছে।আচার পর্ব শেষ করি যে যার ঘরে চলি যা।হলের দিন বোভাত, আত্মীয় কুডুম আর নিমন্ত্রিত অতিথিগো ভিড়ে বাড়ি গম গম কৈরতে আছে। সারাদিন প্রচুর আনন্দ ফুর্তির মৈধ্যে দি কাডি যা। আইজ রাইতে 

ফুল সইজ্জা, বড় বো' দুইয়োগার মনে টানটান উত্তেজনা। সব অনুষ্ঠান কুশল মঙ্গল শেষ হইল। নতুন বর বো অষ্টমঙ্গলা করি ফিরি আইলে শোষেন শোষেনের বো আর কালুর অরুনাচল ফিরি যাইবার হালা। এতো আনন্দ হুর্তির হরেঅ' মন কিরুমের হালা আবর। কিচ্ছু করনের নাই। কর্ম ক্ষেত্রে ফিরি যাইতো হইবো এই কতা বেডি ভালাই জানে। মা'র মন 

বুলি কতা,নিজের পেডের হোলাইন চোখের সামনে না থাইকলে হইল মা'র কইলজাত জ্বালা করন খান স্বাভাবিক। নমিতা নিজের স্বামী-সন্তান লৈ শ্বশুরবাড়ি ফিরি গ্যাল্, মা বেবি দুইজন দুইজনেরে চোখের জলে বিদায় জানা।হরের দিন শোষেন অ' চলি যা নিজের ছোড ভাই কালু আর বো রে লগে লই।বেডির চোখে জল মনে সান্তনা। নতুন বো আর আর মাইজ্জা বো মিলিমিশি হাসি খুশির মইদ্যে

দি সংসার যাপন কইরত শুরু কইরলো। শাউড়ি রে দুই বো মিলি আগলাই রাখে । বেডির অইন্যা সুখের সংসার। মনে খুব শান্তি।

ভূপেন আর নিরু দুইভাই অ' যার যার বো' আর মা' রে লৈ খুব সুখী, দুই ভাইয়ের এক হাণ্ডিত শান্তির সংসার। দুই বো য্যেন আপন দুই বইন। বেডির সংসারেই স্বর্গসুখ।



Rate this content
Log in

Similar bengali story from Abstract