Sipra Debnath

Tragedy Classics Fantasy

4  

Sipra Debnath

Tragedy Classics Fantasy

কথার আলোকে

কথার আলোকে

1 min
534


তোমার মায়াবী কথার আলোকে মন ছুঁয়ে দিয়েছিল 

যেমন তুমি দ্রাক্ষাক্ষেতে অন্ধকার ভেদী মায়াবী হরিণ দেখেছিলে।

তোমার স্নেহ সুলভ সুরভিত কথার মায়ায় জড়িয়ে নিয়েছেলে। 

তোমার একাকীত্ব আমায় ভেতর থেকে কাঁদিয়েছিল।

প্রেমের আর্জি জানিয়েছিলে 

ফিরিয়ে দিতে পারিনি।

আজ সব প্রেম ফুরিয়ে গেল কেমন করে?

অবাক! বিস্ময়!!

কথায় কথায় আমায় বলতে

তুই সব জেনে বসে আছিস?

তুমিই দেখে নাও এখন

সময় সবটা দেখিয়ে দিলো কি না?

মনের ডাক কখনো মিথ্যা হয়?

হ্যাঁ, আমি ঠিকই বলতাম তো?

শেষে তোমার হাতেই লেখা ছিল আমার মরন,,,

দুঃসাহসী বালিকা আমি ধীরু ভীরু নই,,,

মরণ কে ভয় পায় না এই মেয়ে

কষ্ট একটাই,,,

সামনে থেকে পেটে নয়

ছুরিটা মারলে পিঠে।


Rate this content
Log in

Similar bengali story from Tragedy