Sipra Debnath

Abstract Inspirational

3.5  

Sipra Debnath

Abstract Inspirational

নিমাইয়ের সংসার-(পর্ব-১১)

নিমাইয়ের সংসার-(পর্ব-১১)

3 mins
106



 শোষেন চলি যা অরুনাচল,বো আর ছোড ভাইয়েরে লৈ। পাহাড়ের উপরে সুন্দর ছোট্ট একখান বাড়ি ভাড়া কৈরল।মনোরম হরিবেশ, শান্ত স্নিগ্ধ দুইছোখ জুড়াই যা। কত রকমের দৃশ্য পাহাড় গাছ ঝর্ণা নদী হ্যাতারা য্যান স্বপ্নরাজ্যে আই পোছাইছে। হাকৃতিক পরিবেশ হাখির কিচিরমিচির মন মুগ্ধ হই যা। মনে প্রশান্তি নামি আইয়ে, প্রাণ জুড়াই যা। দুই চোখ সার্থক হ' য্যান স্বর্গ ধাম দর্শন কৈরত আছে। হপ্তাখানেক ঘোরের মদ্যেদি কাটি যা।

 ব্যকগুনের মন ফুরফুরা, ঝরঝরা। এরুইন্যা হরিবেশে কোন মানুষের মন ভালা না হৈ থাইকত হারেনা। শোষেনের মন চাঙ্গা হৈ উইঠছে। কালুর তো আনন্দের ঠিকানা নাই ফুল ফল পশুপাখি নদী-নালা পাহাড় ঝর্ণা এরুকম হরিবেশ হ্যেতে হত্থমমবার দেইখছে।

 বাইচ্চা মানুষ, খেলার অনেক সাথী পাইছে।

 সারাদিন তার হাসি খেলি আনন্দে দিন কাডি মা । হ্যেদিক দি অনিতাও হাসিখুশি থাকে, কদিনের মৈদ্যে হ্যেতির চেহারা লাবণ্যময় হৈ উইঠছে। আশেপাশে হ্যেতিয় অনেক বন্ধু জুডাইছে। সারাদিন ঘরের কাম আর বান্ধবীর গো লগে গল্পগুজব করি বেশ আনন্দে দিন কাইটতে আছে।

 হপ্তা দশদিন এরুম করি কাডি যা। শোষেন য্যেই উইদ্দ্যেশে ইয়ানে আইছে আইজ্যা সেই কামে যোগ দিত বুলি ফ্যাক্টরির মুই রওনা হৈল। হত্থম দিন কাম করি মন একটা আমেজ আইলো। আইজকা মন খুব ভালা আছে হ্যেতার। খুসী মন লৈ বিয়ালে ঘরে আইয়ে।ঘরে ফিরি চা আইজ্যা হ্যেতার বো আর ছোড ভাই অ' বহুত খুসী।হিয়র মন আরো বেশি চাঙ্গা হৈ উডে। কালু ইস্কুলে যাইত আরম্ভ কৈচ্ছে। অনিতা শোষেনেরে ক' হুইনছো,তুয়ারে একখান কথা কৈতাম চাই, হুইনলে খুব ভালা হৈত আমি য়' খুসী হৈতাম।শোষেন ক' কওছেন হুনি চাই। অনিতা ক' বিয়ানে তুঁই কামে যাইবা গৈ,কালু ইস্কুল যাইবো গৈ,আই বাড়িত সারাদিন বৈ তাই কি কৈরতাম, একলা একলা এতক্ষণ থাকন যাইতোনো,তো আই ভাইবতেআছি য্যেন যদি

  বাড়িত একখান ছোড দোয়ান খুলন য্যা কেরুম হ' ব্যাপার খান। তইলে সারাদিন আমার দিন খান অ' ভালা কাইটবো আর দুইখান পয়সা অ' আয় হৈবো। দোকান অ' সব ধরনের জিনিস রাইখত চাইতেআছি। তুমি কি ক'।

  শোষেন কতক্ষণ ভাবি ক' ভালা কথা, দোয়ান একখান দিতো পাইরলে ভালাইতো হ'। হিয় রাজি হৈ য্যা।যেরুম ভাবন হেরুম কাম ৷ অনিতা হরের দিন কা নিজের কাছে যেগুন টিয়া-ইইসা আছিল সব লগে লই নতুন বান্ধবিরে লই ঘরে কাছাকাছি একখান বাজারে যাইল ৷ নিজের দোয়ান খুলনের উত্তেজনা মনে চাপি থুই হগল রকমের মালপত্তর কিইনতো শুরু কইরল ৷ সব কিনা কাটি শেষ করি একখান গাড়ি ভাড়া করি মাল উডাই লই বাড়িত ফিরি আইয়ে ৷ কথা ইইল দোয়ান দিবার লাই আলেদা ঘর নাই'৷ বুদ্ধিমতি মাইয়া মাথাত বুদ্ধি খাডি য্যা ৷ শোষেনেরে কইল তুমি কিছু কাঠ আর টিন লৈ আনো, আর একজন মিস্ত্রি ডাকি আনো ৷ ব্যাস হরের দিন দোয়ান রেডি ৷

   নতুন সোয়াদের জীবন আরম্ভ হৈল বেকতের ৷ খুসীর জীবন আনন্দের জীবন ৷

    কোনান দি কার সময় কাইটতে আছে মালুম হরনা ৷ তরতর করি সময় সামনের দিকে আগাই যা ৷ অল্প কিছুদিনের মইদ্যে স্বচ্ছলতা ধরা দ্যে হেগোরে ৷

 ইতিমইদ্যে দুইবচ্ছর কাডি গ্যাছে গই চাইত চাইত ৷ভাইবল বহুতদিন নিজের বাড়িঘর আপনজন ছাড়ি হিয়রা ইয়ানে, বুক খান ভারি হই আইয়ে, কত্ত টানা হোরনের মাঝখান দি হিয়রা পার হৈছে সব মনে হরি য্যা, নিজের অজান্তে চোখের তুন গরমজল গড়াই হরে ৷

 মনে মনে ঠিক কইরল কালুর ইস্কুল বন্দ দিলে কিছু দিন দোয়ান বন্দ করি থুই বাড়িত যাই হগলগুনের লগে দেখা সাক্ষাৎ করি আইব ৷ হ্যামনে বাড়িত খবর হাডাই দ্যে ইস্কুল ছুটি হইলে হেরা বাড়িত আইত আছে ৷

 ****************************************



Rate this content
Log in

Similar bengali story from Abstract