Sipra Debnath

Abstract Fantasy

3.5  

Sipra Debnath

Abstract Fantasy

নিমাইয়ের সংসার-পর্ব-১০

নিমাইয়ের সংসার-পর্ব-১০

3 mins
134



   হত্থম বার পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধব হগলেরে ছাড়ি এত দুরে যাইত আছে। মন মোচরাই উডের, বুকের বামদিকে টনটন করি উডের। ছিন্তা কালুরে মানুষ কইরতে লাইগবো।কষ্ট হইলেও ছোড ভাইয়ের লাই এক্কেনা কষ্ট সহ্য কৈরতে হাইরব। দিনক্ষণ ঠিক হ। দাদা বদি ছোট কালুরে লৈ অরুণাচল হারি দ্যে। আইজ্যা বাড়িত বেকগুনের মন বেজার। বেডির চোখেও জল। মনে মনে ঠায়ুরেরে ক'র

----হে পরম পিতা তুমি বেকের মঙ্গল করো। হ্যাতারগো তোমার হাতে ছাড়ি দিলাম।


আবর দেইখত দেইখত দুইখান বছর কাঠি যার গৈ।নিরু অইন্যা কম বেশি সাবলম্বী হৈ উইঠছে।ভূপেন অ' নিজে কাম করি যেগুন টিয়া আয় করের মোডামুডি নিজেরে চালাইতো হাইরব।দুই ভাই মিলি মা'রে খুব ভালা করি চালাইত হাইরব।অইনকা সংসারে

হেরুম টানাটানি অবস্হা নাই আইগতে যেরুম আছিল। সংসার অইন্যা সুখের মুখ দ্যেইখছে।

বেকতের চোখে মুখে হাসি খুশি ঝিলিক মারে।

কালু বড্ডা দাদা বদির লগে থা।হিয়র কোনো দুঃখ কষ্ট নাই।বেডি মনে ভাবের মাইজ্যাগারে 

বিয়া দেয়নের কাম।যেরুম ভাবন তেরুম কাম। মাইয়ার কথা মনে হড়ি যা। ব্যাগের মধ্যে কাপড় দুগা গুছাই লৈ রওনা হৈল মাইয়া নমিতার বাড়ির মুইয়া। নমিতার বাড়ি "বড়বিল" গেরামে। মা'রে দেখি মাইয়ার মনে আনন্দে ধরের না।বেডির মাইয়ার বাড়ি আইয়নের উইদ্দেশ্যর কতা মাইয়ারে কৈল।

নমিতা ক' ঠিক আছে গো মা খুব ভালা কতা মেজ দাদারে বিয়া দিবা,ইয়ানে ভালা মাইয়া আছে তোমার ঘরের বৌ হৈবার মুতন, তুমি আইগতে হাতমুখ ধুই কতক্ষন অল্প কিছু খাই জিরাই লও।বাদে বিয়ালের দিকে বারামু মাইয়া দেইখবার লাই।


   সৈন্ধ্যাত মাইয়া মা'রে লৈ দুই চাইর বাইত 

ঘুরি ক'খান মাইয়া দেখাই আইনল। লক্ষ্মীরে 

হছন্দ হ'র। মাথাত চুল ভত্তি কালা লম্বা ঘন,চোখ দুইখান টানাটানা, ঠোঁট জোড়া যেন কমলা লেবুর কোয়া।ছোড কোপাল, টানা ভুরু,গা'র রং শ্যামলা, লক্ষীমন্ত, ঘরের কাম কাইজ রান্দন বারণ সব জানে। বেডি আইজ্যা

খুব খুশি।


 হরের দিনকা বিয়ানে ঘুমের তুন উডি বেডি চান দান করি রেডি বাইত যাইবার লাই।মাইয়া গরম ভাত তরকারি মাছের ঝোল রান্দি মা'রে খাইত দ্যে। খাওয়ন হৈলে জামাই বেডিরে নি গাড়িত তুলি দি আইয়ে বাড়িত যাইবার লাই। বাড়িত আই বেডি হোলাগরে জানার মাইয়া হছন্দের কতা।হোলা মাইজ্যা গা, নিরু আর শোষেন, শোষেনের বো বেকগুন মিলি এক হপ্তা বাদে আবর যা লক্ষ্মীরে চাইবার লাই। মাইয়া ছাই ব্যেকের হছন্দ। বিয়ার কতা হাক্কা। বিয়া ঠিক হ, ধুমধাম করি বিয়া হ'। আত্মীয় কুটুম হাড়া-হতিবেশী ব্যাকে মিলি ধুমধাম আনন্দ করি বিয়া সম্পন্ন হ'। ব্যেকের মনে আনন্দ।

বো নামে যেরুম লক্ষী কামেয়ো হেরুম, কথাবার্তা চালচলন সবদিগের তুন খুব ভালা।

কিছুদিনের মদ্যেই হগলের মন জয় করি ছোখের মনি হৈ উইঠছে। বেডির মনে অইন্না সুখ আর শান্তি। আগের সব দুঃখ কষ্ট ভুলি গ্যাছে, মাইজ্যা বো লক্ষী হাউড়ি রে বহুৎ যত্ন করের। বাড়ির ব্যাকতেরে খেয়াল রাখে যত্ন করে। নিজের হাতে রান্দন অইন্য সব কাম কাইজ গুছাই কৈরতে হারে। শান্ত মেজাজ,

মুখে হাসি লাগি থা। হান খাই ঠোঁট লাল করি রাখে, লাল ঠোঁট হাইসলে মুক্তার মতো দাঁত

ঝলমল করি উডে।


 শোষেন ঠিক করে বউ আর ছোট ভাই কালু রে লৈ অরুণাচল চলি যাইব,একখান ভালা কামের খোঁজ হাইছে। মা'র থুন আগ্ঞা লৈত খোঁজের। মা অনুমতি দে'র। মা আর দুই হোলা শোষেন আর কালুর ছোখে জল। হত্থম বার পাড়া-প্রতিবেশী বন্ধু-বান্ধব হগলেরে ছাড়ি এত দুরে যাইত আছে। মন মোচরাই উডের, বুকের বামদিকে টনটন করি উডে। ছিন্তা কালুরে মানুষ কইরতে লাইগবো।কষ্ট হইলেও ছোড ভাইয়ের লাই এক্কেনা কষ্ট সহ্য কৈরতে হাইরব। দিনক্ষণ ঠিক হ। দাদা বদি ছোট কালুরে লৈ অরুণাচল হারি দ্যে। আইজ্যা বাড়িত বেকগুনের মন বেজার। বেডির চোখেও জল। মনে মনে ঠায়ুরেরে ক'

হে পরম পিতা তুমি বেকের মঙ্গল করো। হ্যাতারগো তোমার হাতে ছাড়ি দিলাম।

****************************************


Rate this content
Log in

Similar bengali story from Abstract