STORYMIRROR

Sipra Debnath

Abstract Romance

2  

Sipra Debnath

Abstract Romance

নিমাইয়ের সংসার (১৩)

নিমাইয়ের সংসার (১৩)

2 mins
131


নমিতারে খবর দেওয়া হইলো। তৈয়ার থাইকতো বুলি। কাইলকা নিরুর লাই মাইয়া চাইত যাইব। কালু আর নিরুরে বাদ দি বাড়ির

বাকিগুন বেকতে মিলি যাইবো। নমিতার মনে দুইখান খুশি, এক বাড়ির বেকের লগে দেখা হইবো দুই ছোড ভাইয়ের বিয়া হইতো চইলছে। উৎসাহ উত্তেজনায় হ্যতি মনে মনে তৈয়ার। ভুপেনের বো পাত্র পক্ষেরে লই গেল পাত্রী পক্ষের বাইত,পাত্রী হেতির পসির মাইয়া।


মাইয়ার বাইত পাত্রপক্ষ পোছাইলে হাত মুখ ধুইত জল জল দ্যে বালটিত করি,হাত মুখ মুইছবার লাই ধোয়া গামছা। ঘরের বারান্দাত চাডাই হাতি বৈতো দ্যে।সবগুন মিলি গোল করি বৈয়ে চাডাইয়ের উপরে। পাত্রীর বাপ মা

আরো অইন্য আত্মীয়-স্বজনেরা ও আছে উপস্থিত। দুই হরিবারের মৈদ্যে ভালা মন্দ বহুত কতা হ' পাত্রী নিজের হাতে চা জলপান খাইত দ্যে উপস্থিত হগলেরে। মাইয়ারে পাত্র পক্ষের ব্যাকতে মিলি কিছু না কিছু প্রশ্ন করে, হ' মাইয়া সন্তুষ্টজনক উত্তর দ্যে, মাইয়ার আচার ব্যবহার কথাবার্তা পাত্র পক্ষের হছন্দ হ'। মাইয়ারে আশীর্বাদ করি হবু শাউড়ি একশ এক টিয়ার ভেট দ্যে হাতে। বাকিরাও কিছু না কিছু টাকা ভেট দ্যে। মাইয়া উপস্থিত হইল গুরু জনেরগো পায়ে হাত দি নমস্কার করে।

মুরব্বি একজন কইলো যাও এইবারকা ঘরে য'। মাইয়া ঘরে চলি যা।


 বাদে দুই পক্ষের মুরব্বীগো মৈদ্যে কথা হ'

 পাত্রপক্ষ জানা যেন হ্যাতার গো মাইয়া হছন্দ হইছে। বাদে নিরু আর কালু আইব মাইয়া চাইতো বুলি, হেগো দুই জনের হছন্দ হৈলে

  বিয়া পাক্কা। কথামতো এক হপ্তা বাদে পাত্র নিজের ছোড ভাইয়েরে লগে লই পাত্রীর বাড়িতে আইয়ে মাইয়ার লগে কতাবার্তা কই

  হেরও হছন্দ হ'। মাইয়ারো নিরুরে হছন্দ হ'।

   হছন্দ হৈতোন' কিল্লাই! হোলা দেইখতো বহুৎ সুন্দর, গায়ের রঙ সোনার মোতন উজ্জ্বল। ঠান্ডা মেজাজের, কতাবার্তা নম্র, হাসিমুখ, লাজুক লাজুক, অইত্যন্ত ভদ্র। মাইয়া চাই নিরু মনে মনে খুশি, কালুয়া খুশি ছোট দাদার বিয়া বুলি কতা। হ্যাতারা দুই ভাই দুফইরের

   খাবার খাই বিয়ালের দিকে বাইত ফিরি আইয়ে। বাড়িত আই দাদা বোদি মা'রে জানা যেন নিরুর মাইয়া হছন্দ হইছে।

 এইবারকা বেডির বুকের বোঝা নাইমলো, মন খান হালকা হইল, নিশ্চিন্ত হইল। নমিতারে খবর দিল,জামাইরে আর লক্ষীর বাপ-মায়ের রে লগে লই যাই বিয়ার কথা, তারিখ হাক্কা কইরত। পাত্রীপক্ষেরে এই কতা জানাইতো কইল য্যান হেতার গো কোন দাবিদাবা নাই। মাইয়ারে লাল পাড়ের শাড়ি পিন্দাই সাতপাক ঘুরাই দিলে চইলব। অর্থের দিগের থাই গরীব হৈলেও হেরা বিশ্বাস করে য্যান বিয়া দুইখান হোলা মাইয়ার হৈলেও সম্পর্ক দুইখান পরিবারের সদস্যদের মৈদ্যে তৈরী হ'। যৌতুক একখান খারাপ প্রথা, হিয়ারা ধনসম্পত্তির লোভী না,বিয়ার হেরা স্বামী-স্ত্রী সুখী হইলে হগলের সুখ।

বেডির কতা মোতন নমিতা নিজের বর আর ভূপেন এর শ্বউর শাউড়িরে লগে লৈ যাই বিয়ার কথা পাক্কা করি আইয়ে অইত্যন্ত খুসী র লগে। অগ্রানের হত্থম হপ্তাত বিয়ার দিন ধাইর্য্য হৈল পাত্রীপক্ষ খুশি, এইখান হ্যাতারগো কল্পনার অতীত বিনা যৌতুকে মাইয়ার বিয়া ঠিক, তাও নিরুর মোতন এত্ত ভালা নিরীহ পাত্রের লগে, পাত্রীপক্ষ য্যেন স্বপ্ন দেইখতে আছে। দুই পরিবারের মধ্যে খুশির লহর। বিয়া ঠিকঠাক করি নমিতা বেডিরে খবর দ্যের যে মা সবকিছু ফাইনাল, এইবার তোমরা তৈয়ারি করো।

****************************************


Rate this content
Log in

Similar bengali story from Abstract