নব প্রভাতে
নব প্রভাতে
দুর্ঘটনায় স্বামী ও শিশু কন্যার মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়ে তৃষা। অনেক হাসপাতাল, বড় বড় ডাক্তার কোনো কিছুতেই তাকে ঠিক করা যায় না। যে তৃষা একদিন একা হাতে কর্মক্ষেত্র থেকে সংসার সব সামলেছে সেই মেয়ের এমন দুর্বল রূপ সবার মেনে নিতে খানিক যেন কষ্টই হয়।
একদিন পাড়ার ডাস্টবিনে হঠাৎ একটি শিশুকে কুড়িয়ে পায় মেথরেরা। পিঁপড়ে খুবলে খেলেও শিশুটির শরীরে প্রাণ ছিল তখনও। খবরটা আলোর চেয়েও দ্রুত গতিতে পাড়ায় ছড়িয়ে পড়ে। তৃষার কানেও এসে পৌঁছায় কথাটা। শিশুটির কথা শুনে তৃষার হঠাৎ নিজের মেয়ের রক্তাক্ত মুখটা মনে পড়ে যায়। এতদিন ধরে কাঠের পুতুলের ন্যায় আচরণ করা তৃষা খবরটা শুনে ছুটে যায় ডাস্টবিনের কাছে।তারপর অতি তৎপরতার সঙ্গে শিশুটির চিকিৎসার ব্যবস্থা করে সে। তার হারানো মাতৃত্বের শক্তি আবার যেন পুনরুজ্জীবিত হয়ে ওঠে।
ক্ষণিকের জন্য দুর্বল হয়ে যাওয়া তৃষার লড়াই শুরু হয় নব উদ্যমে। অনেক লড়াইয়ের পর আজ অবশেষে কাগজে কলমে শিশুটিকে দত্তক নিল তৃষা। অন্ধকার পেরিয়ে তাদের দুজনেরই জীবনে নব প্রভাতের সূচনা হল।
#কালো - শক্তি