Sayandipa সায়নদীপা

Inspirational

4.2  

Sayandipa সায়নদীপা

Inspirational

নিজের জন্য

নিজের জন্য

1 min
728


"তুই শুধু শুধু জেদ করছিস। বিয়েটা করে বিদেশে চলে গেলে সেখানে দেখবি অরুণই তোর জন্য কিছু না কিছু বন্দোবস্ত করে দেবে দেখিস।"

"এটা আমার জেদ নয় মাসিমণি, আমার চাই না অন্যের ওপর নির্ভরশীল হয়ে বাঁচতে।"

"আরে বাবা অরুণ তোর জন্য কাজের ব্যবস্থা করে দেবে তো।"

"বিয়ের পর যদি না বলে, তখন? আমার তো আর ফেরার জায়গা থাকবে না।"

"খারাপটা কেন ভাবছিস?"

"খারাপটা নয়, সম্ভাবনার কথা বলছি। আর মাসিমণি, আমি চাকরি এই জন্য করতে চাই না যে চাকরি করলে আমি খুব কেউকেটা কেউ হয়ে যাব। চাকরি আমি এই জন্য করতে চাই যে চাকরি করলে আমি নিজের জন্য একটা আকাশ খুঁজে পাব, আর সেটা আমি নিজের তাগিদে খুঁজে নিতে চাই, কারুর দক্ষিণ্যে নয়। আমি নির্ভর করতে চাই নিজের ওপর।"


#বাদামী- নির্ভরশীলতা


Rate this content
Log in

Similar bengali story from Inspirational