STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Inspirational

4  

Sayandipa সায়নদীপা

Inspirational

আশার আলো

আশার আলো

1 min
522

কলেজের গন্ডি পেরোবার আগেই ভাল ছেলে পেয়ে রুহির বিয়ে দিয়ে দিয়েছিলেন তার বাবা-মা। বিয়ের তিন মাসের মাথায় হৃদরোগে আচমকা মৃত্যু হয় রুহির স্বামীর। রুহি এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি কিন্তু মা বাবার জেদের কাছে নতি স্বীকার করেছিল। এই অল্প বয়সে বিধবা হয়ে রুহি কেমন চুপ করে গেল। রুহির বাবা-মা ভাবলেন তাঁদের হঠকারিতার জন্যই মেয়ের জীবন নষ্ট হল। সব মিলিয়ে রুহিদের বাড়ির পরিবেশটাই কেমন যেন নিষ্প্রাণ হয়ে গেল। 


এহেন পরিস্থিতিতে রুহির বোন একদিন একটা ফর্ম এনে রুহির হাতে ধরিয়ে বলল, "আবার কলেজে ভর্তি হ দিদিয়া, কারুর জন্য কারুর জীবন থেমে থাকে না। খারাপ সময় আসবে জীবনে, আমাদের সেই সময়টাকে পেরিয়ে যেতেই হবে। এখন তোকে তোর জন্য বাঁচতে হবে।"


পরের দিন বোনের সঙ্গে গিয়ে আবার কলেজে ভর্তি হল রুহি। রুহির মা-বাবা আবার আশার আলো দেখতে পেলেন। দীর্ঘদিনের মানসিক অশান্তি শেষে আবার শান্তি ফিরে এল তাঁদের জীবনে। 


#সাদা - শান্তি



Rate this content
Log in

Similar bengali story from Inspirational