অসম্পূর্ণ
অসম্পূর্ণ


পেপারে খবরটা পড়েই নিজের ঘরে এসে খিল লাগিয়ে দিল স্মৃতি।তারপর আলমারি থেকে বের করে সেই গোলাপী রঙের শাড়িটা গায়ে জড়াল সে।
পেপারে পথ দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর বেরিয়েছে। ওই মৃত ব্যক্তিকে স্মৃতি চিনত আজ থেকে পনেরো বছর আগে। লোকটাকে স্মৃতি ভালোবাসতও। পরিবারের আপত্তিতে তাদের সম্পর্ক পরিণতি পায়নি। স্মৃতির বিয়ে হয়েছে অন্যত্র, তাকে ভালোবাসতে হয়েছে অন্য মানুষকে। তবুও সেই প্রথম ভালোবাসা সে মুছে ফেলতে পারেনি।মনের গোপনে লুকিয়ে রেখেছিল সেই অনুভূতি, আলমারির কোণে আড়াল করেছিল ভালোবাসার স্মৃতি এই শাড়িটা।
অসম্পূর্ণ ভালোবাসার স্মৃতি বয়ে নিয়ে যাওয়া সমাজের চোখে অপরাধ। আজ তাই সেই মানুষটার মৃত্যুতে প্রকাশ্যে চোখের জল ফেলার অনুমতি নেই। সেই অসম্পূর্ণ ভালোবাসার মত আজ এই কষ্টেরও একমাত্র সাক্ষী থাক এই শাড়িটা।
#গোলাপি - রোম্যান্স