STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Abstract Inspirational

4  

Sayandipa সায়নদীপা

Abstract Inspirational

বাঁচতে শেখা

বাঁচতে শেখা

1 min
518

বাবার মৃত্যুর পর আত্মীয়স্বজনদের হা হুতাশ উপেক্ষা করে অন্য মেয়েদের মত বিয়ে না করে নিজের স্বাধীন ব্যবসা খুলবে ঠিক করে পূজা। বাবা মারা গিয়েছে মানেই সে অসহায় হয়ে পড়েছে এ কথা ভাবতে সে নারাজ ছিল। কিন্তু শহর সংলগ্ন এলাকায় শ্রমিক জোগাড় করার মত আর্থিক সঙ্গতি তার ছিল না। শহরের মানুষ একটা একলা মেয়ে ব্যবসা শুরু করবে ভাবছে এই বিষয়টাকেও তাচ্ছিল্য ভরে দেখে। 


অবশেষে খানিক বাধ্য হয়ে পূজা তার দেশের বাড়ির গ্রামে চলে যায়। সেখানে গিয়ে দেখে কত মেয়ে অসহায় অবস্থায় জীবন কাটাচ্ছে। পূজা ঠিক করে সে যেমন নিজে স্বাধীনভাবে বাঁচতে চায়, তেমনই এই মেয়েগুলোকেও স্বাধীনতার স্বাদ বোঝাতেই হবে তাকে। সেই মত সেখানকার দুঃস্থ মহিলাদের সে কাজ শিখিয়ে তার কারখানার শ্রমিক হিসেবে গড়ে তোলে সম্পূর্ণ একলার প্রচেষ্টায়। এইভাবে পূজা নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে আর গ্রামের এই অল্প বয়সে বিয়ে হয়ে সংসারের জাঁতাকলে পিষতে থাকা মহিলাদের নতুন ভাবে বাঁচতে শেখায়।


#সবুজ- জীবন


Rate this content
Log in

Similar bengali story from Abstract