STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Abstract

4  

Sayandipa সায়নদীপা

Abstract

আত্মসম্মান

আত্মসম্মান

1 min
627

অনাথ পলির উচ্চমাধ্যমিকের পরেই তড়িঘড়ি বিয়ে হয়ে যায়।শ্বশুরবাড়ির লোক ভাল না হওয়া সত্ত্বেও মাথা গোঁজার আর কোনো জায়গা ছিল না বলে সব অপমান, মানসিক নির্যাতন সহ্য করে যেত পলি। কিছুদিনের মধ্যেই ওর সন্দেহ হয় স্বামী অন্য সম্পর্কে জড়িত। তাও মুখ বুজে থাকে সে। এই ভাবেই কাটিয়ে দেয় তিনটে বছর। কিন্তু যেদিন স্বামী মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তার গায়ে হাত তোলে আর পরিবারের বাকিরা তা দেখেও চুপ করে থাকে সেদিন পলি সিদ্ধান্ত নেয়, আর নয়। সে অনাথ হতে পারে, তার কেউ না থাকতে পারে কিন্তু তার নিজের জন্য সে নিজে রয়েছে। নিজের ওপর বিশ্বাস তাকে রাখতেই হবে, আর কাউকে প্রয়োজন নেই তার...

সে ভাবে এত বড় শহরে একটা না একটা মাথা গোঁজার জায়গা ঠিক পেয়ে যাবে কিন্তু আত্মসম্মান একবার হারিয়ে গেলে তাকে ফিরে পাওয়া মুশকিল। 


#নীল- বিশ্বাস


Rate this content
Log in

Similar bengali story from Abstract