Sayandipa সায়নদীপা

Inspirational

4.5  

Sayandipa সায়নদীপা

Inspirational

উদ্যম

উদ্যম

1 min
684


অর্থের অভাবে রিনি উচ্চমাধ্যমিকের পর বেশিদূর পড়াশুনা করতে পারেনি। তখন সে বিউটিশিয়ান কোর্স করে। যখন বিয়ের জন্য তাকে পাত্রপক্ষ দেখতে আসা শুরু করে তখন যে কোনো পাত্র পক্ষই তার বিউটিশিয়ান কোর্সের কথা শুনলে তাচ্ছিল্য ভরে হাসত। এমনকি রিনির শ্বশুরবাড়ির লোকও হেসেছিল, তাদের বক্তব্য ছিল তাদের ছেলে ইঞ্জিনিয়ার, তাই রিনির এসব বিউটিশিয়ান কোর্স কোনো কাজে লাগবেনা তাদের। রিনির পরিবারও ভেবেছিল এমন জামাই ভাগ্য করে পেয়েছে তারা।


পাঁচ বছরের মাথায় একটি দুর্ঘটনায় রিনির স্বামী দুটি পা হারায়, প্রাইভেট কোম্পানির চাকরিও চলে যায়। তখন রিনি নিজের পুরোনো জ্ঞানকে সম্বল করে একটা বিউটি পার্লার খুলে বসে। তার যে কোর্স করা নিয়ে একদিন শ্বশুরবাড়ির লোক হেসেছিল, আজ সেই কোর্সের জোরেই তাদের সংসার চলতে থাকে।


#কমলা - উদ্যম/উৎসাহ


Rate this content
Log in

Similar bengali story from Inspirational