STORYMIRROR

Sayandipa সায়নদীপা

Inspirational

4  

Sayandipa সায়নদীপা

Inspirational

ভালোবাসা ভালোবাসা

ভালোবাসা ভালোবাসা

1 min
496

নেহার অল্প কিছুদিন হল বিয়ে হয়েছে। এরই মধ্যে বিজয়ের সঙ্গে তার বেশ কয়েকবার কথাকাটি হয়ে গেছে। আজকে তো তুমুল ঝগড়া হয়েছে। বিজয় অফিস যাওয়ার পর নেহা মনে মনে ভাবছিল বিয়েটা করে তার কোনো ভুল হলনা তো!


"বৌদি গো দু'শ টাকা দাওনা। বরের খুব জ্বর, খুব কষ্ট পাচ্ছে মানুষটা, ডাক্তার দেখাতে যাব।" কাতর কন্ঠে কথাগুলো বলল কাজের মেয়ে মিনতি। নেহার মনে পড়ে গেল পরশু দিনই বরের ওপর রেগে বরকে খুব গালাগালি দিচ্ছিল মিনতি। সে কথা তাকে বলতে, মিনতি হেসে বলল, "এ তো ডেইলির ব্যাপার। তা বলে কি অর জন্য চিন্তা নাই আমার? আমার হলে উও এমনই করত।"

মিনতির কথাগুলো শুনতে শুনতে নেহা উপলব্ধি করল ঝগড়াঝাটি সব তুচ্ছ ব্যাপার, ভাল থাকতে হলে শুধু ভালোবাসার গভীরতাটা থাকা জরুরী, যেমনটা মিনতিদের আছে।


#লাল- ভালবাসা 


Rate this content
Log in

Similar bengali story from Inspirational