নাস্তিক
নাস্তিক
নিজের ভগবান তুল্য দাদার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাওয়ার কথা শুনে তনয়কে বাধা দেয় তার ভৃত্য ভুটো
'এরকম অপরাধ নীতিবিরুদ্ধ'
'আমাকে শেখাচ্ছিস ভুটো? আমাকে? জানিস আমি তোর ঈশ্বর? আমি না থাকলে আজ তোর অস্তিত্ব কোথায়! আমি যা ইচ্ছে করতে পারি, তোর নীতিকথা শুনতে বাধ্য নই'
'আপনার ঈশ্বর যদি আপনাকে একই কথা বলে? অকারণ মানবজাতি ধ্বংস করে দিয়ে বলে তার ইচ্ছার বিরুদ্ধে কথা হয় না, তবে?'
'আমি নাস্তিক!' গর্জে ওঠে তন্ময়।
'আজ থেকে তবে আমিও তাই' ভুটো হাতে তুলে নেয় লাঠি।
সত্বাহীন রোবট ভুটোর দিকে তাকিয়ে হাসতে গিয়েও থমকে যায় তনয়। নিজের কন্ট্রোল নিজেই পরিবর্তন করছে ভুটো। চোখের মনিতে একে ওপরের প্রতিফলন।
