লাল গোলাপ
লাল গোলাপ


কলেজ যাওয়ার সময় কে যেন বলে উঠলো,
- ফুল নিবি দিদি, ফুল!
শ্রীতমা পেছন ঘুড়ে দেখলো বছর সাতেকের একটি ফুটফুটে মেয়ে। পরণে ছেঁড়া আধময়লা, কমদামি ফ্রক, আর হাতে অনেকগুলো লাল গোলাপ।
-নে না দিদি, লাল গোলাপ। তোর মনের মানুষকে দিবি। আজ তো সবাই তার মনের মানুষ কে লাল গোলাপ দেয়।
কথাটা শুনেই শ্রীতমা অন্যমনস্ক হয়ে গেলো, ঠিকই তো! আজ তো ভ্যালেন্টাইন ডে। এইদিনেই তো অভিষেক তাকে লাল গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেছিল, আর সারাজীবন পাশে থাকার কথা দিয়েছিল। সেই সম্পর্ক প্রায় তিন বছর অটুট ছিল।
শ্রীতমার গায়ের রঙ কালো আর দেখতে সুন্দরী নয় বলে এই সম্পর্কে রাজি হয়নি অভিষেকের মা।
অভিষেকও মায়ের বাধ্য ছেলের মত শ্রীতমার হাত ছেড়ে চলে গেছে প্রায় ছমাস আগে। এখন শুধু অভিষেকের দেওয়া লালগোলাপ গুলো শ্রীতমার ডায়রি পাতার মাঝে চাপা পড়ে আছে। সেই গোলাপে ভালোবাসার লাল রঙ আর নেই ঠিকই কিন্তু তাতে সেই কাঁটা আছে এখনও যা শ্রীতমার মনে পুরোনো ভালোবাসার খোঁচা দেয়।
-কি রে দিদি ফুল নিবি না?
-না রে লাল ফুল দেবার মত আমার যে মনের মানুষ নেই,
একটা দীর্ঘশ্বাস ছেড়ে শ্রীতমা জানিয়ে দেয়।