কালনাগিনী।
কালনাগিনী।
নদীর নাম কালনাগিনী।তার সঙ্গে আমার দেখা সুন্দরবন ব দ্বীপ। মাতলা বিদ্যেধরীর মতোন নামী না হলেও সেও কম না।মকবুল মিঞার নৌকোয় বের হয়েছি।আশ্বিন মাস।মেঘের নীল রং জলে নেচে উঠল যেন।শান্ত নদী।স্থির জলে হাওয়া দিলে সমান্য কাঁপন হয়,না হলে নয়।হঠাৎ ইচ্ছে হল শান্ত জল স্পর্শ করি হাত দিতে যাবে মকবুল মিঞা বলল,স্যার,কামট।হাত কেটে নিয়ে যাবে।কাঁকড়া এনে দিত সে।একবার দেখাল নীল তিমি।মাছেদের রাজকুমার।আমার গল্পের সে ছিল আব্দুল মাঝির মতোন।৪০ মনি কাঁকড়ার দাঁড়া বুকে বসিয়ে দিতে সে মারা যায়।আজও রাতে সে আসে,আসে সে নদীও।