গল্পবাজ
গল্পবাজ
তোমাকে আজ গল্প বলতে হবে! সুকুমার স্যার ইতিহাস পড়ানোর শেষে বললেন।তখনও ক্লাস শেষ হওয়ার মিনিট ৫ বাকি! একজন বলল,পারবি! কোনক্রমে উঠে গেল নতুন গল্পবাজ।একটাই স্টকে ছিল।অতুলের দুঃখ।লেখকের নাম অচিন্ত্যকুমার সেনগু। উতরে গেল সে।স্যার বললেন,বাহ।সেই শুরু।শুরু গল্পবাজেরও।বইপড়া নতুন করে।গরমের ছুটি পড়ল।টিনের তোরঙ্গ খুলল সে।বেরিয়ে এলো আশ্চর্যসব বই।মা বাবার বিয়েতে উপহার পাওয়া।বিভূতিভূষণ জরাসন্ধ রবীন্দ্রনাথ আবার দৃষিপাত যাযাবর।কখনও অগ্নি রায় চাণক্য সেনও।অবশ্য ক্লাসে গল্পবাজের আশ্রয় বিভূতিভূষণ,শিবরাম,রবীন্দ্রনাথ।বেলা কেটে একদিন বড় হল গল্পবাজ।তখন সে কাকদ্বীপে বড় দুঃখি অফিসার।ূএক রাতে এলো সে।যাকে চোখে দেখা যায় না।চুলের গন্ধ পাওয়া যায়।সে বলল,গল্পবাজ,গল্প শোনাবে! আমি তোমার পুরোনো ব। শোনাল সে পরপর তিনদিন।তারপরহারিয়ে গেল আর এলো না।সেই থেকে অপেক্ষায়আছে গল্পবাজ।কবে সে আবার আসবে! একদিন আবার সেই গন্ধ।কিন্তু হায়,গন্ধগোকুল।গল্পবাজ তাকে খুঁজতে গিয়ে চিত্রল সাপেদের দেখা পেল।দেখা পেল মরা ডালে ওঠা কাঠবেড়ালির।সে বলল,সে আসবে।আর বায়ু শুদ্ধ হোক, সে আসবে।অপেক্ষা করো।