লেখক
লেখক


ছিলাম ভবঘুরে।স্ট্রিট থেকে লেন তারপর গলি আর তস্য গলি।কলেজ স্ট্রীটের পুরেনো বইয়ের ঠেক আর খিদে পেলে ফেবারিট কেবিনের কড়া টোস্ট আর চা।দিন কাটছিল।বাবা অবসর নিলেন।মা একটা ছোটদের স্কুলে পড়ান।শুরু হলো টিউশনি,বাড়ি বাড়ি।রোববারে বেশী চাপ।শেষমেশ তিনটে চাকরি পেয়ে গেলাম।একটাই নিয়তি টেনে নিলো।ভূমি বিভাগ।সেখানে এক সময় হলকা ক্যাম্প ছিল।অস্থায়ী মেঠো আমলা।কি যে চাকরি কে জানে! গা ঘিনঘিনে অফিস।শ্যাওলা, যাবতীয় নোংরা।আমরা যে একটা পরীক্ষা দিয়েছিলাম,ডব্লুুউ বি সি এস অ্যান্ড আদার্স- সেই অন্যান্য হচ্ছে তাঁবু খাটানো ভূমি বিভাগ।আমার কখনও তেমন কোন উচ্চাশা ছিল না,শুধু ফেরিওয়ালা হওয়ার সাধ ছিল।ভোর রাতে গরম চা- য়ে।একদিন সিভিল সার্ভেন্ট এক্সিকিউটিভহয়ে গেলাম চাকরির নিয়মে।পরিত্যক্ত বাঁশিটায় সুরের তুফান তুললাম।কেউ কেউ বলল,তুমি যে লেখক হে।একজন আমায় বহুদিন আগে সখী সংবাদ শুনিয়েছিল আর আড় বাঁশি।সেই স্মৃতি