কাজ:-
কাজ:-
ছয়মাসের মেটার্নিটি লিভ শেষ হওয়ার পরে কর্মক্ষেত্রে আবার যোগদান করেছি।এই ছয়মাস দেখতে দেখতে চলে গেছিলো ছোট্ট দুধের শিশুটার সঙ্গে। কিন্তু এখন ওকে ওর ঠাম্মার হেপাজতে রেখে অফিসে আসি। ক্লান্ত অবসন্ন হয়ে বাড়ি ফিরি, কিছু না কিছু অফিসের কাজ বাড়িতে এসেও করতে হয়। এমনি একদিন রাতে যখন কাজ করছি আচমকা শুরু হয় সোনামনির তীব্র চিৎকার। এদিকে জরুরী মেইলের উত্তরও দিতে হবে, দেরি না করে আমার ছোট্ট সম্পদটিকে বুকের সঙ্গে লাগিয়ে মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করছি আর অপর হাতে টাইপ করছি মেইল। কিছুক্ষন পর আমার মেইল পাঠানোও শেষ আর ছোট্ট সোনামনিও শান্ত। হ্যাঁ আমিই যথেষ্ট সব্যসাচীর ন্যায় দুহাত সমানে চালিয়ে কাজ সমাধা করতে আর সোনামনি কে শান্ত করতে। মায়েরা সব পারে....