- জয় জগন্নাথ
- জয় জগন্নাথ
- জগু দাদা কি সুন্দর আদর খাচ্ছে দেখো বলরাম দাদা, আমিও খাবো দাও না আমাকে।
- কি বলি রে আমি জগুর জ্বর এখনো সারেনি তাই হয়তো মাসি কোলে নিয়ে খাইয়ে দিচ্ছেন, তুই তো জানিস বোন জগুর মায়াবী মুখ দেখে সবাই ভুলে যায়।
- আমি একটা কথা বলবো।
- বল।
- মাসি তো দেখছে না আমি আর তুমি মিলে পায়েসের বাটিটা নিয়ে আসি চলো।
- মাসি বকবে বোনু।
- উঁহু আমাদের ও জ্বর হয়েছিল বকা দিলেই হলো নাকি মেসো আছে বাঁচাবে।
- সত্যি বলছিস?
- চলো চলো পা টিপে টিপে যাই,আরেহ দেখোই না।
-উফফ কি গরম রে বাটিটা।
- তোমাকে তো বললাম তালের বড়া আর ওইদিকে ক্ষীরের বাটি টা নাও, শুনলেই না।
- তবে যাই বল বোনু মাসির হাতে জাদু আছে।
- হতেই হবে আমাদের জগু দাদাকে যাই দেবে তাই প্রসাদ, দেখলে না কত ভোগ করেছেন কি যেন বলে...
- ছাপান্ন ভোগ রে তবে কি জানিস আমাদের জগু হলো গিয়ে আদরের দুলাল ওকে তুই এক মুঠো খাবার ভালোবাসার সাথে দিবি সোনা মুখ করে খায়।
শুভ রথযাত্রা
