STORYMIRROR

Riya Singh

Fantasy Children

3  

Riya Singh

Fantasy Children

- জয় জগন্নাথ

- জয় জগন্নাথ

1 min
5

- জগু দাদা কি সুন্দর আদর খাচ্ছে দেখো বলরাম দাদা, আমিও খাবো দাও না আমাকে।


- কি বলি রে আমি জগুর জ্বর এখনো সারেনি তাই হয়তো মাসি কোলে নিয়ে খাইয়ে দিচ্ছেন, তুই তো জানিস বোন জগুর মায়াবী মুখ দেখে সবাই ভুলে যায়।


- আমি একটা কথা বলবো।


- বল।


- মাসি তো দেখছে না আমি আর তুমি মিলে পায়েসের বাটিটা নিয়ে আসি চলো।


- মাসি বকবে বোনু।


- উঁহু আমাদের ও জ্বর হয়েছিল বকা দিলেই হলো নাকি মেসো আছে বাঁচাবে।


- সত্যি বলছিস?


- চলো চলো পা টিপে টিপে যাই,আরেহ দেখোই না।


-উফফ কি গরম রে বাটিটা।


- তোমাকে তো বললাম তালের বড়া আর ওইদিকে ক্ষীরের বাটি টা নাও, শুনলেই না।


- তবে যাই বল বোনু মাসির হাতে জাদু আছে।


- হতেই হবে আমাদের জগু দাদাকে যাই দেবে তাই প্রসাদ, দেখলে না কত ভোগ করেছেন কি যেন বলে...


- ছাপান্ন ভোগ রে তবে কি জানিস আমাদের জগু হলো গিয়ে আদরের দুলাল ওকে তুই এক মুঠো খাবার ভালোবাসার সাথে দিবি সোনা মুখ করে খায়। 


শুভ রথযাত্রা 



Rate this content
Log in

Similar bengali story from Fantasy