STORYMIRROR

Riya Singh

Drama Romance

3  

Riya Singh

Drama Romance

ভালোবাসা

ভালোবাসা

1 min
33

- দেখি জুতোটা আমার হাতে দে দেখি! আরেহ আবার তাকিয়ে থাকে এরকম করে দিবি তো রে...


- এই না এভাবে হাতে জুতোটা নিয়ে হাঁটতে হবে না ওখানে বসি না চল।


- খালিপায়ে সমুদ্রের ধারে হাঁটার মজাই আলাদা একবার ফীল করলে বারবার করবি তুই।


- তাই নাকি!


- ইয়েস ম্যাডাম।


- দেখছি...


- আমার হাতে ধরিয়ে দিলে কি খারাপ দেখাতো?


- এমনি;


- নীলু?


-হু!


- আই লাভ ইউ।


- ধ্যাত! 


- উইল ইউ ম্যারি মি এগেইন?


- অলয়েজ!


- কালকে কে যেন বললো আরেকটা চান্স পেলে সে আমাকে ছেড়ে চলে যাবে।


- অফকোর্স যাবো তো তারপর ছবিতে মালা দিবি রোজ কেমন!


- এই আমি মজা করলাম।


- আমি ও...


- চল রাত হচ্ছে হোটেল চল।


- খুব মজা না! আমি বললেই ভোদলুর নাক টুকটুকে লাল হয়ে যায়।


- অবশ্যই কারণ সবথেকে স্পেশাল কিছু বলতে লাইফের মধ্যে তুই আছিস থাকবি।


- আমি বুঝি তোকে ছেড়ে যেতে পারবো? যেভাবে ঘুমের মধ্যে জাপটে রাখিস মাঝে মাঝে ভাবি একা কি...


- তুই যে মুহুর্ত থেকে আছিস একা নয় আমরা ই বুঝেছিস।


- এরজন্য একটা...


- মন ভরলো না আরো প্লিস!


- নো।



Rate this content
Log in

Similar bengali story from Drama