মুহুর্ত
মুহুর্ত
১.
-কে ভাই বউদি নাকি? দেখি দেখি...
- মাথাখারাপ করবি না একদম দে ছবিটা জলদি আরেহ তোকে কে বলেছে আমার মানিব্যাগে হাত দিতে?
- ভাগ্যিস হাত দিয়েছিলাম নয়তো জানতেই পারতাম না , লক্ষ্মীর ভান্ডারে আজকাল লক্ষ্মীর ছবিও চিপকানো থাকে!
- বোন একদম বাজে কথা বলবি না চুপচাপ আমার হাতে ওয়ালেট টা দে । আর ঘর থেকে যা গিয়ে মাকে বল খাবার দিতে । আমি স্নান করে এসেই খাবো খুব জোর খিদে পেয়েছে।
- কেন রে লক্ষ্মী যখন আছে লক্ষীকে বল না অন্নপূর্ণা হয় তোকে খাবারটা তৈরি করে সার্ভ করতে।
- বড্ড পেকেছো তুমি? মাকে বলবো তোমাকে বিয়ে দিয়ে বিদায় করতে।
- অত উপকার তোকে করতে হবে না , সে একসময় আমার বয়স হলে আমি নিজে থেকে বিদায় হয়ে যাব তোকে আলাদা করে বলতে হবে না।
- এই তুই যা তো এখন!
২.
- আমাদেরও একটু খাইয়ে দে একা একা সোনার নাকে খাইয়ে দিলে হবে শোভন, ওর যদি খাওয়ার ইচ্ছে হয় ও নিজের হাতেই খাবে যেমনই দেখ আমারও ভাবছি তুই খাইয়ে দিলে ভালো ই হয়।
- ডান হাতটা কেটে গেছে বলেই আমি খাইয়ে দিচ্ছিলাম।
- ওহো তাই নাকি কই আমরা তো দেখলাম না ওর হাতটা কেটে গেছে তুই কখন দেখলি রে?
- যখন তোরা গুলতানি মারছিলিস আর ও আমাকে রুমাল পাস করছিল তখন দেখেছি ।
- তাহলে এই স্পেশাল মোমেন্ট একটা ছবি তুলে তোর বোনকে ফরওয়ার্ড করবো নাকি?
- আমার বোনের নম্বর তোর কাছে কিভাবে গেল ভাই?
- ও কিছু না ...
৩.
- এই দাদা ওইগুলো কি রে ? বল না মা কে বলবো না বলেছি তো আমি।
- সেদিন সব উগড়ে ফাঁসিয়ে দিতিস আরেকটু হলেই...
- ওয়ে বলিনি মিস্টেক ছিল ওটা।
- চুপ কর।
- আমি কিন্তু জানি আজকাল ঘাটে বসে কারোর মাথায় তাজা ফুলের মালা লাগিয়ে দিস বাট মা এখনো জানে না।
- তবে রে!
৪.
- শোভন! আরেকটু নীচে ফোকাস কর ওভাবে নয়। তুই দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি।
- না না ঠিক আছে এইতো করছি আমি।
-আরে ক্যামেরা কাঁপছে রে!
- এবার দেখ।
- ছাড় আয় সেলফি তুলবো কটা।
৫.
- আমি বিয়ে করবো না এখন বুঝেছিস, মা বাবা শুনছে না জয়েনিং ডেট পরশু দিয়েছে ।এখন এসব তাছাড়া...
- কি?
- তুই বাড়িতে বল আগে তোর এরকম করবি তো আমি দূরে ট্রান্সফার নিয়ে চলে যাবো বলে দিচ্ছি।
- তুই তো বিয়ে করবি না এখন তাইতো তোর মা কে বুঝিয়ে বললাম আসবো না আজ ,আলাদা এখানে দেখা করতে এলাম এজন্য।
- মানে?
- সারপ্রাইজ দেবো বলে তোর আমার বিয়ে ফাইনাল করবো বলে ।
- তুই একটা পচা হনুমান ছুঁচো কোথাকার!
- আরেহ দেখি রাগী পুতুল টা আমার...
৬.
- কি সুন্দর!
- পছন্দ হয়েছে?
- খুবববব কতদিনের ইচ্ছে তুই এরকম করে নুপুর পায়ে পরিয়ে দিবি।
- ডিজাইন টা কেমন?
- মিষ্টি এই এটা আমি সবসময় পরবো খুলবো না কিন্তু।
- জবের ওখানে তুলে রাখবি, তাহলে আজকের সাজটা কমপ্লিট হলো তাহলে?
- শাড়ির সঙ্গে খুব মানিয়েছে চল চল রেজিস্ট্রির দেরি হয়ে যাচ্ছে।
৭.
- আসবি আমাকে বললিও না? সকালে ও অবধি ফোন করেছিস ব্যস্ত বলে রেখে দিলি অথচ আমার রুমমেট যে নিজের হাসব্যান্ড জানতেই পারলাম না।
- খুব অবাক হয়েছিস?
- হবো না তুই একেবারে জব নিয়ে বগলদাবা করে চলে আসবি আমাকে জানাবিও না।
- মিস করছিলাম।
- ওই ওটাই বললে আমি মাখনের মতো গলে যাবো তাই বলে দিস,আয় সবে লেমন রাইস করেছিলাম।
- খাবো।
- নতুন করেছি মানে এটা আগে ট্রাই করে দেখিনি,ছুটি ওয়ান পট মিল খুঁজতে গিয়ে ওটা পেলাম।
- উফফ বউয়ের হাতের রান্না আহা...
- হয়েছে থাক।
"ভালোবাসা তোমার আমার একচিলতে সুখের সংসারের নদী,
গা ভাসাই আদুরে ঢেউয়ের চরায়, যে বয়ে যায় আমাদের নিয়ে ❤️"

