অভিমান
অভিমান
- কাঁদতে বারণ করেছি পুপুল! দেখি দেখি ইশশ চোখগুলো লাল হয়ে গেছে কিরকম দেখো! চুপ করে বোস, আচ্ছা আচ্ছা আমি কোলেই নিয়ে ঘুরবো তোকে।
- তুই পচাআআ হনুমান!
- আর?
- খুব কষ্ট দিস, একদম কথা বলবি না।
- সেই হনুমানের কোলে উঠে বসে থাকিস সবসময় রাগ হলে আবার, দেখ নামতে চাইছিস ও না আবার।
- বেশ করবো তুই আমার আলুভাতে বর যা খুশি করবোই কামড়েও নেবো তোকে দেখবি দেখবি।
- আহ মা গো লাগে বাবু রে।
- আমাকে জড়িয়ে থাকবি কোথাও যেতে পারবি না ব্যস, নয়তো এই রকম খামচি।
- কালকের অফিস গেলে কি কেলেঙ্কারি হবে বুঝতে পারছিস,এইইই সোনা মেয়ে দেখ একবার।
- বলবি বউ রাগ করে শাস্তি দিয়েছে তোকে।
- নাহ জংলী বিড়াল কামড়েছে তাও আবার মেনি বাবাহ!
- তবে রে...

