জয় জগন্নাথ
জয় জগন্নাথ
- ওরে থাম রে বোনু আমরা সবাই বেরোবো মাসির বাড়ি।
- কি মজাআআআ...
- কি হয়েছে ভাই বোনু এতো নাচানাচি করছে কেন?
- এবার তো মাসির বাড়ি যাবো সবাই আবার বছর খানেক পরে তাই ওর আনন্দ ধরছে না গো দাদা।
- তাই?
- আমার সঙ্গে একটু নাচবে দাদা তোমরা?
- দোলনায় বসবি বোনু, আমরা দোল দেবো।
- চলো চলো একবার তুমি আর একবার জগু দাদা দোল দেবে।
- পাগলী!
- বোনু আগে আমি একটু বসি?
- বলরাম দাদা দেখো জগু দাদা বসতে দিচ্ছে না।
- ওরে পাগলী বোন ও তোকে বিরক্ত করছে।
